1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১১:৫১ অপরাহ্ন

প্রাইম ব্যাংক ও দ্যা এশিয়া ফাউন্ডেশনের মধ্যে পার্টনারশিপ চুক্তি

  • আপডেট সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১৩৯ বার দেখা হয়েছে

‘এমপ্লয়ি ব্যাংকিং অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন’ এর মাধ্যমে উন্নত আর্থিক পরিষেবা প্রদানের লক্ষ্যে প্রাইম ব্যাংক সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বাংলাদেশ সরকারের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান দ্যা এশিয়া ফাউন্ডেশনের সাথে একটি পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে।

দ্যা এশিয়া ফাউন্ডেশনের কর্মকর্তাদের আর্থিক ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই চুক্তি প্রাইম ব্যাংকের উদ্ভাবনী ব্যাংকিং পরিষেবারই বহি:প্রকাশ।

প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামস আবদুল্লাহ মোহাইমীন, হেড অব কনজ্যুমার সেলস মামুর আহমেদ এবং দ্যা এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এসময় প্রাইম ব্যাংকের ট্রানজেকশন ব্যাংকিং ডিভিশনের ইভিপি মাহবুবা আশরাফ এবং দ্যা এশিয়া ফাউন্ডেশনের ডিরেক্টর মোহাম্মদ কামরুল হাসান ভূঁইয়াসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে দ্যা এশিয়া ফাউন্ডেশনের এমপ্লয়িবৃন্দ প্রাইম ব্যাংকের কনজ্যুমার লোন, ক্রেডিট কার্ড এবং অন্যান্য কনজ্যুমার প্রোডাক্টে বিশেষ সেবা ও সুবিধা পাবেন।

এছাড়াও এমপ্লয়ি ব্যাংকিং সুবিধার পাশাপাশি, দ্যা এশিয়া ফাউন্ডেশন প্রাইম ব্যাংকের কর্পোরেট এবং ক্যাশ ম্যানেজমেন্ট-এর ডিজিটাল সলিউশন-প্রাইম পে-এর সুবিধাও পাবেন।

প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামস আবদুল্লাহ মোহাইমীন বলেন, দ্যা এশিযা ফাউন্ডেশনের এমপ্লয়ীদের আর্থিক ব্যবস্থাপনার সক্ষমতা অর্জনের পথকে সহজ ও ফলপ্রসূ করার লক্ষ্যে এই পার্টনারশিপ করতে পেরে আমরা আনন্দিত। এই পার্টনারশিপটি ব্যতিক্রমী ব্যাংকিং পরিষেবা প্রদান এবং আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধির প্রতি আমাদের অঙ্গীকারেরই প্রমাণ বহন করে।

দ্যা এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ বলেন, এমপ্লয়িদের জন্য উন্নত ব্যাংকিং অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশনের লক্ষ্যে প্রাইম ব্যাংকের সাথে এই পার্টনারশিপ করতে পেরে আমরা উচ্ছসিত। এই সহযোগিতা আমাদের এমপ্লয়ীদের আর্থিক ব্যবস্থাপনার সক্ষমতা এবং সংস্থার আর্থিক কার্যক্রমের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা বিশ্বাস করি, প্রাইম ব্যাংকের দক্ষতা এবং সেবা আমাদের লক্ষ্য অর্জনে উল্লেখ্যযোগ্য অবদান রাখবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ