1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ন
হেডলাইন :
বিমানের ওয়েব টিকেটিংয়ে নতুন পেমেন্ট গেটওয়ে হিসেবে যুক্ত হলো ডাচ্-বাংলা ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বরিশাল অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল জনতা ব্যাংক ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন  অনুষ্ঠিত অবকাঠামো উন্নয়নে এডিবির সঙ্গে ১০০ মিলিয়ন ডলার ঋণচুক্তি ছয় মাসের মধ্যে পুরনো গাড়ি অপসারণ: উপদেষ্টা রিজওয়ানা বাজার নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রেস সচিব মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চার দিন বন্ধ রাখার সিদ্ধান্ত আগামী জুনে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামতে পারে: গভর্নর

সেরা সেলস এক্সিকিউটিভদের পুরস্কৃত করলো ওয়ালটন

  • আপডেট সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ২০২৩ সালে প্রতিষ্ঠানের বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণ ও প্রবৃদ্ধি অর্জনে অসামান্য অবদান রাখায় সেরা সেলস এক্সিকিউটিভদের পুরস্কৃত করেছে ওয়ালটন। সেলস, সেলস গ্রোথ, কালেশন এবং কালেশন গ্রোথ—এ চারটি মূল্যমানের ভিত্তিতে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক এবং করপোরেট সেলস অ্যান্ড ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সেরা ৪৫ জনকে পুরস্কৃত করেছে বাংলাদেশি ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘সেলস টার্গেট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২৩’ শীর্ষক অনুষ্ঠানে সেরাদের পুরস্কৃত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এস এম শামছুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ওয়ালটন প্লাজার চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ রায়হান, ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মেজর জেনারেল (অব.) ইবনে ফজল শায়েখুজ্জামান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা নিলু, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, আরিফুল আম্বিয়া, তানভির রহমান, মফিজুর রহমান জাকির, ফিরোজ আলম প্রমুখ।

ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সেরা সেলস এক্সিকিউটিভদের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছরের অক্টোবর মাসে পণ্য বিক্রির সব লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে ওয়ালটন ডিস্ট্রিবিউটর, মার্সেল ডিস্ট্রিবিউটর এবং করপোরেট সেলস অ্যান্ড ডেভেলপমেন্ট নেটওয়ার্ক। ফলে, এ বছরের অক্টোবর মাসে গত বছরের তুলনায় সেলস রেভিনিউতে প্রবৃদ্ধি হয়েছে উল্লেখযোগ্য হারে।

প্রতিষ্ঠানের বিক্রয় প্রবৃদ্ধিতে অসাধারণ সাফল্য অর্জন করায় সেরা সেলস নেটওয়ার্ক ও এক্সিকিউটিভদের অভিনন্দন জানিয়ে ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামসুল আলম বলেন, ওয়ালটনের সেলস নেটওয়ার্ক নিঃসন্দেহে বাংলাদেশের সেরা সেলস নেটওয়ার্ক। এই সেলস নেটওয়ার্ককে বিশ্বের সেরা সেলস নেটওয়ার্কে পরিণত করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে ওয়ালটন। আমরা যেকোনো মূল্যে সফলতার শিখরে পৌঁছাতে চাই।

অনুষ্ঠানে সেলস বিভাগে কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বিক্রয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রাখার ক্ষেত্রে বিশেষ দিকনির্দেশনা দেন ওয়ালটন হাই টেকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। তিনি বলেন, ‘ওয়ালটন এখন দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল এবং আইওটি পণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠান। এখন আমাদের লক্ষ্য বিশ্বজয়। আমাদের টার্গেট—বিশ্বের অন্যতম শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ডে পরিণত হওয়া। স্থানীয় ও আন্তর্জাতিক বাজার সব ক্ষেত্রেই সেরা হতে চাই আমরা।’

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ওয়ালটনের ‘সেলস টার্গেট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ