1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
হেডলাইন :
সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে পণ্য বিক্রি বন্ধের সিদ্ধান্ত: অর্থ উপদেষ্টা চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বৃক্ষরোপণ  বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল উদ্বোধন মোজো এখন বাংলাদেশের ‘১ নম্বর’ বেভারেজ ব্র্যান্ড ১ টাকা কমলো ডিজেল-কেরোসিনের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার আল্টিমেটাম থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ

সেরা সেলস এক্সিকিউটিভদের পুরস্কৃত করলো ওয়ালটন

  • আপডেট সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৪৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ২০২৩ সালে প্রতিষ্ঠানের বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণ ও প্রবৃদ্ধি অর্জনে অসামান্য অবদান রাখায় সেরা সেলস এক্সিকিউটিভদের পুরস্কৃত করেছে ওয়ালটন। সেলস, সেলস গ্রোথ, কালেশন এবং কালেশন গ্রোথ—এ চারটি মূল্যমানের ভিত্তিতে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক এবং করপোরেট সেলস অ্যান্ড ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সেরা ৪৫ জনকে পুরস্কৃত করেছে বাংলাদেশি ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘সেলস টার্গেট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২৩’ শীর্ষক অনুষ্ঠানে সেরাদের পুরস্কৃত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এস এম শামছুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ওয়ালটন প্লাজার চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ রায়হান, ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মেজর জেনারেল (অব.) ইবনে ফজল শায়েখুজ্জামান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা নিলু, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, আরিফুল আম্বিয়া, তানভির রহমান, মফিজুর রহমান জাকির, ফিরোজ আলম প্রমুখ।

ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সেরা সেলস এক্সিকিউটিভদের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছরের অক্টোবর মাসে পণ্য বিক্রির সব লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে ওয়ালটন ডিস্ট্রিবিউটর, মার্সেল ডিস্ট্রিবিউটর এবং করপোরেট সেলস অ্যান্ড ডেভেলপমেন্ট নেটওয়ার্ক। ফলে, এ বছরের অক্টোবর মাসে গত বছরের তুলনায় সেলস রেভিনিউতে প্রবৃদ্ধি হয়েছে উল্লেখযোগ্য হারে।

প্রতিষ্ঠানের বিক্রয় প্রবৃদ্ধিতে অসাধারণ সাফল্য অর্জন করায় সেরা সেলস নেটওয়ার্ক ও এক্সিকিউটিভদের অভিনন্দন জানিয়ে ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামসুল আলম বলেন, ওয়ালটনের সেলস নেটওয়ার্ক নিঃসন্দেহে বাংলাদেশের সেরা সেলস নেটওয়ার্ক। এই সেলস নেটওয়ার্ককে বিশ্বের সেরা সেলস নেটওয়ার্কে পরিণত করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে ওয়ালটন। আমরা যেকোনো মূল্যে সফলতার শিখরে পৌঁছাতে চাই।

অনুষ্ঠানে সেলস বিভাগে কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বিক্রয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রাখার ক্ষেত্রে বিশেষ দিকনির্দেশনা দেন ওয়ালটন হাই টেকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। তিনি বলেন, ‘ওয়ালটন এখন দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল এবং আইওটি পণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠান। এখন আমাদের লক্ষ্য বিশ্বজয়। আমাদের টার্গেট—বিশ্বের অন্যতম শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ডে পরিণত হওয়া। স্থানীয় ও আন্তর্জাতিক বাজার সব ক্ষেত্রেই সেরা হতে চাই আমরা।’

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ওয়ালটনের ‘সেলস টার্গেট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ