1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন
হেডলাইন :
বিমানের ওয়েব টিকেটিংয়ে নতুন পেমেন্ট গেটওয়ে হিসেবে যুক্ত হলো ডাচ্-বাংলা ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বরিশাল অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল জনতা ব্যাংক ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন  অনুষ্ঠিত অবকাঠামো উন্নয়নে এডিবির সঙ্গে ১০০ মিলিয়ন ডলার ঋণচুক্তি ছয় মাসের মধ্যে পুরনো গাড়ি অপসারণ: উপদেষ্টা রিজওয়ানা বাজার নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রেস সচিব মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চার দিন বন্ধ রাখার সিদ্ধান্ত আগামী জুনে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামতে পারে: গভর্নর

পুরুষেরও হতে পারে স্তন ক্যানসার!

  • আপডেট সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২৩২ বার দেখা হয়েছে

স্বাস্থ্য ডেস্ক : অনেকেরই ধারণা, স্তন ক্যান্সার শুধু নারীর হয়। ধারণাটি মোটেও ঠিক নয়। পুরুষেরও স্তন ক্যান্সার হতে পারে।

মনে প্রশ্ন জাগতে পারে যে, পুরুষের যদি স্তন না থাকে, তাহলে তাদের কিভাবে স্তন ক্যানসার হতে পারে? এ ব্যাপারে ক্যানসার বিশেষজ্ঞরা জানান, পুরুষেরা অল্প পরিমাণ স্তন টিস্যু নিয়ে জন্ম নেয়। পুরুষের স্তনের বৃদ্ধি নারীদের মতো না হলেও সেখানে স্তন ক্যানসার বিকশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নারীর তুলনায় পুরুষের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার হার অনেক কম।

এ কারণে অনেক পুরুষ প্রায় ক্ষেত্রে এ রোগের উপসর্গকে অবহেলা করে থাকে। অথচ স্তন ক্যানসারে সবচেয়ে জরুরি বিষয়টি হলো দ্রুত রোগনির্ণয়।

এ প্রতিবেদনে পুরুষের স্তন ক্যানসারের চারটি উপসর্গ তুলে ধরা হলো।

  • একটি স্তনে ব্যথাহীন পিণ্ড: পুরুষের স্তন ক্যানসার হলে একটি স্তনে ব্যথাহীন পিণ্ড দেখা যেতে পারে। এমনটি মনে হলে দ্রুতই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ক্যানসার ছড়িয়ে পড়লে বগল, লসিকাগ্রন্থি অথবা কলার বোন ফুলে যেতে পারে।
  • স্তনবৃন্ত দেবে যাওয়া: স্তন ক্যানসারের আরেকটি লক্ষণ হচ্ছে স্তনবৃন্ত দেবে যাওয়া। স্তন ক্যানসার হলে স্তনে এমন পরিবর্তন দেখা দিতে পারে। এছাড়া একই সঙ্গে স্তনের ত্বক শুষ্ক ও আঁশযুক্ত হতে পারে।
  • স্তনবৃন্ত থেকে তরল নিঃসৃত হওয়া: স্তন ক্যানসার হলে পুরুষের স্তনবৃন্ত থেকে তরল নিঃসৃত হতে পারে।
  • স্তনবৃন্তে ফোড়া হওয়া: মারাত্মক ক্ষেত্রে পুরুষের স্তনবৃত্তে ফোড়া বা ঘা দেখা দিতে পারে।

এই লক্ষণগুলো হচ্ছে- স্তন ক্যানসারের প্রাথমিক সতর্কীকরণ লক্ষণ। তবে কিছু লক্ষণ রয়েছে, যেগুলো থেকে আরও ভালোভাবে বোঝা যায় যে, ক্যানসার ছড়িয়ে পড়ছে। যেমন- লিম্ফ নোড ফুলে যাওয়া, স্তনে ব্যথা, ক্ষিদে কমে যাওয়া ও বমিভাব, হাড়ের ব্যথা।

নারীর মতো পুরুষের স্তন ক্যানসারও ইস্ট্রোজেন নামক একটি হরমোনের ওপর নির্ভর করে। সাধারণত স্তন ক্যানসারের পারিবারিক ইতিহাস এবং কিছু জিনগত রোগ, যেমন ক্লিনফেলটার সিনড্রোম থাকলে পুরুষের স্তন ক্যানসার হতে পারে। এ ছাড়া যাদের লিভার সিরোসিস, অণ্ডকোষের সমস্যা এবং যারা দীর্ঘদিন ধরে মদ্যপান করেন, এমন পুরুষদের স্তন ক্যানসারের ঝুঁকি বেশি।

তথ্যসূত্র: ম্যান’স হেলথ

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ