ইসরায়েলের ঐতিহ্য বিষয়ক মন্ত্রী আমিচাই এলিয়াহু বলেছেন, অবরুদ্ধ গাজায় পারমাণবিক বোমা ফেলা উচিৎ। শনিবার (৪ নভেম্বর) রেডিও কোল বেরামার সঙ্গে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ইতামার বেন গভিরের চরম ডানপন্থী দলের সদস্য হচ্ছেন এলিয়াহু। সাক্ষাৎকারে এলিয়াহুর কাছে জানতে চাওয়া হয়, ছিটমহলে পারমাণবিক বোমা ফেলা উচিত কিনা। জবাবে তিনি বলেন, ‘এটি একটি সম্ভাবনা।’
তিনি অবরুদ্ধ গাজায় মানবিক সাহায্যের অনুমতি দেওয়ার বিষয়েও তার আপত্তির কথা তুলে ধরেন। এলিয়াহু বলেন, ‘আমরা নাৎসিদের মানবিক সাহায্য দেব না। গাজায় এমন কিছু নেই যে সেখানে বেসামরিক নাগরিকরা সংশ্লিষ্ট নয়।’
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা উচিত দাবি করে তিনি বলেন, ‘তারা আয়ারল্যান্ড বা মরুভূমিতে যেতে পারে, গাজার দানবদের নিজেদেরই সমাধান খুঁজে বের করা উচিত।’
চরমপন্থী এই মন্ত্রী বলেন, ‘গাজার উত্তরাঞ্চলের টিকে থাকার কোনো অধিকার নেই। যারাই ফিলিস্তিনি বা হামাসের পতাকা নাড়ে তাদের পৃথিবীতে বেঁচে থাকা উচিত নয়।’