1. info.aniisur@gmail.com : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. info.saiiful@gmail.com : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. nayanbabuofficial@gmail.com : nayan : nayan
শনিবার, ২৯ মার্চ ২০২৫, ০৯:০০ অপরাহ্ন

মূলধন বৃদ্ধি করবে অ্যামবি ফার্মা

  • আপডেট সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২৯৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি অ্যামবি ফার্মাসিউটিক্যালস পিএলসি’র পরিচালনা পর্ষদ পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির কর্তৃপক্ষ তাদের পরিশোধিত মূলধনের পরিমাণ সাড়ে ১২ গুণ বাড়াবে।

রোববার (৫ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, বৃহস্পতিবার (২ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন এবং লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্তও নেওয়া হয়।

কোম্পানিটির সিদ্ধান্ত অনুসারে, পরিশোধিত মূলধনের পরিমাণ বাড়িয়ে ৩০ কোটি টাকায় উন্নীত করা হবে। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন হচ্ছে ২ কোটি ৪০ লাখ টাকা। কোম্পানিটির মূলধন বাড়ানো হবে ২৭ কোটি ৬০ লাখ টাকা বা ১২.৫০ গুণ।

আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠেয় কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ