নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশনের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ২:১ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিনিয়োগকারীরা বিদ্যমান ২টি শেয়ারের বিপরীতে ১টি করে রাইট শেয়ার পাবে। প্রতিটি রাইট শেয়ারের মূল্য ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা।
ওরিয়ন ইনফিউশন বিএমআরই প্রকল্প এবং ঋণ পরিশোধের জন্য রাইট শেয়ার ইস্যু করবে।
কোম্পানিটি বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতি এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আইন মেনে অনুমোদন পেলে রাইট শেয়ার ইস্যু করতে পারবে।