1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন
হেডলাইন :
সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে পণ্য বিক্রি বন্ধের সিদ্ধান্ত: অর্থ উপদেষ্টা চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বৃক্ষরোপণ  বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল উদ্বোধন মোজো এখন বাংলাদেশের ‘১ নম্বর’ বেভারেজ ব্র্যান্ড ১ টাকা কমলো ডিজেল-কেরোসিনের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার আল্টিমেটাম থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ

দেশের মোট ঋণ ১৬ লাখ ১৭ হাজার ৩১৩ কোটি টাকা

  • আপডেট সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ২০৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সরকারের পুঞ্জীভূত ঋণের পরিমাণ দিন দিন বাড়ছে। সমাপ্ত ২০২২-২০২৩ অর্থবছরে সরকারের পুঞ্জীভূত ঋণ বেড়েছে ২ লাখ ৭৩ হাজার ৫৮৯ কোটি টাকা। এই ঋণের দেশের অভ্যন্তরীণ খাত থেকে নেওয়া ঋণ ও বিদেশি ঋণও রয়েছে। আলোচ্য অর্থবছর শেষে সরকারের মোট ঋণস্থিতি দাঁড়িয়েছে ১৬ লাখ ১৭ হাজার ৩১৩ কোটি টাকা। যা জিডিপির ৩৬ দশমিক ৩৪ শতাংশ। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সরকারের ঋণস্থিতির এ হিসাব চূড়ান্ত করেছে।

অর্থ বিভাগের হিসাব অনুযায়ী, এর আগের অর্থবছর অর্থাৎ ২০২১-২০২২ অর্থবছর শেষে সরকারের মোট পুঞ্জীভূত ঋণস্থিতির পরিমাণ ছিল ১৩ লাখ ৪৩ হাজার ৭২৪ কোটি টাকা। এটি ছিল জিডিপির ৩৩ দশমিক ৭৯ শতাংশ। সে হিসাবে সমাপ্ত অর্থবছরে সরকারের পুঞ্জীভূত ঋণ বেড়েছে জিডিপির আড়াই শতাংশের বেশি।

সূত্রে জানা যায়, করোনা-উত্তর পরিস্থিতি মোকাবিলা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধজনিত কারণে সরকারের ব্যয় বাড়ার কারণে সার্বিক ঋণ স্থিতি বেড়েছে। তবে এটি এখনো ঝুঁকিসীমার নিচে রয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ‘টেকসই ঋণ কাঠামো’ (ডেট সাসটেইনেবল ফ্রেমওয়ার্ক-ডিএসএফ)-এর মানদণ্ড অনুযায়ী, জিডিপির ৫৫ শতাংশ ঋণকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। তবে অর্থনৈতিক বিশ্লেষকরা বলেছেন, সরকারের এই ঋণ আগামীতে আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ বেশ কয়েকটি মেগা প্রকল্পে বিদেশি ঋণ নেওয়ার প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ করা হয়েছে।

অর্থ বিভাগের হিসাব অনুযায়ী, সরকারের মোট পুঞ্জীভূত ঋণের ৫৮ শতাংশ হচ্ছে অভ্যন্তরীণ এবং ৪২ শতাংশ হচ্ছে বৈদেশিক ঋণ। সমাপ্ত ২০২২-২০২৩ অর্থবছর শেষে সরকারের পুঞ্জীভূত মোট অভ্যন্তরীণ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯ লাখ ৪৪ হাজার ৩৩৫ কোটি টাকা। এটি জিডিপির ২১ দশমিক ২২ শতাংশ। এর আগের অর্থবছর অর্থাৎ ২০২১-২০২২ অর্থবছর শেষে এর পরিমাণ ছিল আট লাখ ৪৭ হাজার ৯৩০ কোটি টাকা (জিডিপির ২১ দশমিক ৩২ শতাংশ)।

পর্যালোচনায় দেখা যায়, বর্তমানে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের গৃহীত ঋণের পরিমাণ সবচেয়ে বেশি। অন্যদিকে সঞ্চয়পত্র খাত থেকে সরকারের পুঞ্জীভূত ঋণের পরিমাণ কমেছে। সমাপ্ত ২০২২-২০২৩ অর্থবছর শেষে ব্যাংক ব্যবস্থা থেকে গৃহীত সরকারের পুঞ্জীভূত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ লাখ সাত হাজার ৭৬৩ কোটি টাকা (২০২১-২০২২ অর্থবছর শেষে এর পরিমাণ ছিল চার লাখ ১৯ হাজার ৬২৭ কোটি টাকা)। এর মধ্যে ট্রেজারি বিল খাতে এক লাখ ২৩ হাজার ৬৮১ কোটি টাকা, ট্রেজারি বন্ড ও এসপিটিবি খাতে তিন লাখ ৬৬ হাজার ৮৩ কোটি টাকা ও সুকুক খাতে ১৮ হাজার কোটি টাকা ঋণ রয়েছে।

অন্যদিকে, সমাপ্ত ২০২২-২০২৩ অর্থবছর শেষে ব্যাংকবহির্ভূত (সঞ্চয়পত্র ও অন্যান্য) খাতে সরকারের পুঞ্জীভূত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে চার লাখ ৩৬ হাজার ৫৭২ কোটি টাকা। এর মধ্যে সঞ্চয়পত্র খাতে পুঞ্জীভূত ঋণের পরিমাণ হচ্ছে তিন লাখ ৬৫ হাজার ২৩৩ কোটি টাকা (২০২১-২০২২ অর্থবছর শেষে এর পরিমাণ ছিল তিন লাখ ৬৫ হাজার ৫৬৩ কোটি টাকা) এবং অন্যান্য খাতে মোট ঋণের পরিমাণ হচ্ছে ৭১ হাজার ৩৩৯ কোটি টাকা।

অর্থ বিভাগের হিসাবে সমাপ্ত ২০২২-২০২৩ অর্থবছরে সরকারের পুঞ্জীভূত মোট বৈদেশিক ঋণ স্থিতির পরিমাণ দাঁড়িয়েছে বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ ৭২ হাজার ৯৭৭ কোটি টাকা। এটি জিডিপির ১৫ দশমিক ১২ শতাংশ। গত ২০২১-২০২২ অর্থবছর শেষে এর পরিমাণ ছিল চার লাখ ৯৫ হাজার ৭৯৪ কোটি টাকা (জিডিপির ১২ দশমিক ৪৭ শতাংশ)। তবে ঋণের স্থিতি নিয়ে অর্থবিভাগের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে এক বড় রকমের ব্যবধান দেখা গেছে।

যেমন বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ২০২৩ সালের জুন শেষে সরকারের মোট বৈদেশিক ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৭ হাজার ৬৬৭ কোটি ৮৪ লাখ ৩০ হাজার ডলার (জিডিপির ১৬ দশমিক ৯ শতাংশ)। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৮ লাখ ৩৫ হাজার ৭৯৪ কোটি ৮৮ লাখ টাকা (১ ডলার = ১০৯ টাকা হিসাবে)।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ