1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন
হেডলাইন :
সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে পণ্য বিক্রি বন্ধের সিদ্ধান্ত: অর্থ উপদেষ্টা চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বৃক্ষরোপণ  বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল উদ্বোধন মোজো এখন বাংলাদেশের ‘১ নম্বর’ বেভারেজ ব্র্যান্ড ১ টাকা কমলো ডিজেল-কেরোসিনের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার আল্টিমেটাম থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ

সবজির সরবরাহ বেড়েছে, কমছে দাম

  • আপডেট সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ২১৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : শীতের সবজির সরবরাহ বেড়েছে। তাতে ঢাকার বাজারে সবজির দাম কমতে শুরু করেছে। গত এক সপ্তাহে ব্যবধানে ফুলকপি, বাঁধাকপিসহ কয়েকটি সবজির দাম কমেছে।

শুক্রবার (১০ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত এক সপ্তাহ তুলনায় এ সপ্তাহে শীতের সবজির সরবরাহ ভালো থাকার কারণে দাম কমতে শুরু করেছে। তবে এখনো উচ্চমূল্যে স্থিতিশীল হয়ে আছে আলু, পেঁয়াজ, চাল, ডাল, আটা, ময়দা, চিনি ও ভোজ্যতেলের মতো নিত্যপণ্যের দাম।

রাজধানীর কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বেগুন প্রতি কেজি ৬০ টাকা, ঢেড়স ৫০ টাকা, পটল ৫০ টাকা, বরবটি ৬০ টাকা, ঝিঙা ৫০ টাকা, করলা ৬০ টাকা, পেঁপে ২০ টাকা, কচুর লতি ৬০ টাকা, গাজর ১২০ টাকা, শিম ৬০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা, প্রতিটি পিস লাউ ৫০ ও বাঁধাকপি ৫০ টাকা ও ফুলকপি ৪০ টাকা, টমেটো ১২০ টাকা, মুলা ৫০টাকা, চিচিঙ্গা ৫০, দুন্দল ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪০টাকা, দেশি পেঁয়াজের দাম ১৪০টাকা, আমদানিকৃত পেঁয়াজ ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ডিম প্রতি হালি বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

মাছের বাজারের অস্থিরতা কোনভাবেই কমছে না। এক কেজি পাঙ্গাশ ২০০ টাকা, তেলাপিয়া ২০০টাকা, চাষের কই ২০০টাকা, পাবদা ৪০০টাকা। বড় রুই ৪০০টাকা, গলদা চিংড়ি ৬০০ টাকা, কাতল ৩৫০ টাকা, বোয়াল ৬০০টাকা, কোরাল ৭০০ টাকা এবং এক কেজি উপরের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১৬০০টাকায়।

রাজধানীর নিউমার্কেটের সবজি বিক্রেতা হাসান মিয়া জানান, বাজারে শীতের সবজির সরবরাহ ভালো থাকার কারণে দাম কমেছে। আগামী সপ্তাহে আরও কমার সম্ভাবনা আছে। এখন ক্রেতারা তাদের চাহিদা মত সবজি সংগ্রহ করছে।

রাজধানীর ধানমন্ডির সালেক গার্ডেন বাজারে কেনাকাটা করতে আসা নোমান সিকদার বলেন, সবজির দাম কমলেও মাছ ও মুদি পণ্যের চড়া হওয়ার কারণে আমাদের একটা না একটা সমস্যায় পড়তে হয়। সরকারের উচিত নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নেওয়া।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ