ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ থেকে বলতে গেলে শূন্য হাতেই ফিরতে হয়েছে বাংলাদেশকে। সেমিফাইনালের স্বপ্ন দেখা বাংলাদেশ বিদায় নিশ্চিত করেছে প্রথম দল হিসেবে। ৯ ম্যাচের ২ জয় পেয়েছে সাকিব আল হাসানের দল। শেষ ম্যাচে হার দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করেও বিশ্বকাপ থেকে দুই কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ।
এই দুই কোটি প্রাইজমানি হিসেবে বাংলাদেশকে দিচ্ছে আইসিসি। বিশ্বকাপ শুরুর আগেই আইসিসি জানিয়েছিল, প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪৪ কোটি টাকার মতো। রানার্স আপ দল পাবে ২০ লাখ ডলার বা প্রায় ২২ কোটি টাকা।
এছাড়া সেমিফাইনাল ও গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দলগুলোও টাকা পাবে বলে জানিয়েছিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। শেষ চারে খেলা বাকি দুই দল পাবে আট লাখ ডলার বা প্রায় ৯ কোটি টাকা করে। গ্রুপ পর্ব থেকে বাদ পড়া প্রতিটি দল পাবে এক লাখ ডলার বা এক কোটি টাকা করে।
সে হিসেবেই বাংলাদেশ পাচ্ছে এক কোটি টাকা। আবার প্রতি জয়ের জন্য বরাদ্দ আইসিসির বরাদ্দ ছিলো বাড়তি ৪০ হাজার ডলার। দুই জয়ে বোনাস হিসেবে বাংলাদেশ পাচ্ছে ৮০ হাজার ডলার বা বাংলাদেশি মুদায় প্রায় এক কোটি টাকা। সব মিলিয়ে দুই কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ দল।
এই টাকা আবার বোর্ডের কেউ নিতে পারে না। সাধারণত এই টাকা বোর্ডগুলো ক্রিকেটারদের মাঝে ভাগ করে দেয়। সে হিসেবে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে হতাশার এক বিশ্বকাপ কাটিয়ে দেশে ফিরলেও সাকিব-লিটন দাসরা ভালো অঙ্কের টাকাই পাচ্ছেন।