1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:২১ অপরাহ্ন
হেডলাইন :
সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে পণ্য বিক্রি বন্ধের সিদ্ধান্ত: অর্থ উপদেষ্টা চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বৃক্ষরোপণ  বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল উদ্বোধন মোজো এখন বাংলাদেশের ‘১ নম্বর’ বেভারেজ ব্র্যান্ড ১ টাকা কমলো ডিজেল-কেরোসিনের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার আল্টিমেটাম থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ

ইইউ-অস্ট্রেলিয়া দূতাবাসের প্রতিনিধিদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

  • আপডেট সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৫২ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথকভাবে পরিদর্শন করছেন ইউরোপীয় ইউনিয়নের চার সদস্য ও অস্ট্রেলিয়ান দূতাবাসের তিন সদস্যের প্রতিনিধি দল। সোমবার (১৩ নভেম্বর) সকালে তারা ক্যাম্প পরিদর্শনে আসেন।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-ব্যবস্থাপনা পরিচালক পাওলা পাম্পালোনি এবং অস্ট্রেলিয়ান প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি এমিলি ম্যাকডোনাল্ড।

ইইউ প্রতিনিধি দলটি প্রথমে ক্যাম্প-৪ এ পৌঁছে। সেখানে ইউএনএইচসিআর পরিচালিত রেজিষ্ট্রেশন সেন্টার ও পরে এক্সটেনশন-৪ এর ডাটা এন্ট্রি সেন্টার পরিদর্শন করেন। তারা ক্যাম্প-৪ এ ইউনিসেফ পরিচালিত লার্নিং সেন্টার পরিদর্শন করেন। পরে ১৮ ও ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে দুপুর ২টায় ক্যাম্প ত্যাগ করে। প্রতিনিধিদল বিকেল ৪টার দিকে কক্সবাজারের শরণার্থী ও ত্রাণ প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

অপরদিকে, অস্ট্রেলিয়ান দূতাবাসের প্রতিনিধি দল ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি এমিলি ম্যাকডোনাল্ডের নেতৃত্বে সকালে ১০টার দিকে ১৩, ১৫ ও ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। তারা পরে শরণার্থী কমিশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। তবে, প্রতিনিধিদলটি সাধারণ কোনো রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেনি।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপ-অধিনায়ক পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়ান দূতাবাসের প্রতিনিধি দল। তাঁরা এনজিও সংস্থার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরে তারা দুপুরের দিকে ক্যাম্প ছেড়ে কক্সবাজারের উদ্দেশ্য রওনা দেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ