1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
হেডলাইন :
সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে পণ্য বিক্রি বন্ধের সিদ্ধান্ত: অর্থ উপদেষ্টা চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বৃক্ষরোপণ  বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল উদ্বোধন মোজো এখন বাংলাদেশের ‘১ নম্বর’ বেভারেজ ব্র্যান্ড ১ টাকা কমলো ডিজেল-কেরোসিনের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার আল্টিমেটাম থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ

এখনো তালাবদ্ধ বিএনপির কার্যালয়

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১১৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দুই পাশে রাখা ব্যারিকেড সরিয়ে নিয়েছে পুলিশ। গতকাল সোমবার রাত ১১টার পরে বিএনপির কার্যালয়ের সামনে থেকে রোডব্লক সরিয়ে নেওয়া হয়েছে। তবে, বিএনপির কার্যালয় এখনো তালাবদ্ধ। বিএনপির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান নেই। তারা পার্শ্ববর্তী ভিক্টরি হোটেলের গলি এবং শ্রিংলা ইন রেস্টুরেন্টের সামনে অবস্থান করছেন।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গত ২৮ অক্টোবরের মহাসমাবেশকে ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিএনপির নেতাকর্মীরা। এর পর থেকে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশের কলাপসিবল গেট বাইরে থেকে তালাবদ্ধ। তখন থেকেই ওই কার্যালয় কার্যত ছিল পুলিশের নিয়ন্ত্রণে। বিএনপি কার্যালয় ও এর আশপাশে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পর্যায়ক্রমে দিন-রাত ২৪ ঘণ্টা তারা সেখানে অবস্থান করেন। ৮-১০ দিন আগে কার্যালয়ের সামনে লোহার ব্যারিকেড আনা হয়।

এদিকে, বিএনপি কার্যালয়ের সামনে ও এর আশপাশের এলাকা থেকে গত কয়েকদিনে দলটির বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আতঙ্কে নেতাকর্মীরা দলীয় কার্যালয় এবং এর আশপাশে আসা ছেড়ে দিয়েছেন।

এমন অবস্থার মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানিয়ে গতকাল সোমবার আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এর পরেই বিএনপির কার্যালয়ের সামনে থেকে লোহার ব্যারিকেড সরিয়ে নেয় পুলিশ।

মঙ্গলবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নাশকতায় আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, বিএনপি কার্যালয়ে পুলিশ তালা মারেনি, তারা নিজেরাই তালা মেরে রেখেছে এবং তারা এখন সেখানে আসে না। কেন আসে না, সেটা তারাই ভালো বলতে পারবে। আমাদের পুলিশ সেখানে সব সময়ই থাকে নিরাপত্তার জন্য। মাসের ৩০ দিনই সেখানে পুলিশ প্রহরা থাকে। একইভাবে এখনো সেখানে পুলিশ আছে।

হাবিবুর রহমান আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা যদি সেখানে যায়, অফিস খুলে তাদের দৈনন্দিন কার্যক্রম চালায়, তাতে আমাদের কোনো আপত্তি নেই। সেটা কখনো ছিলও না।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ