1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন
হেডলাইন :
সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে পণ্য বিক্রি বন্ধের সিদ্ধান্ত: অর্থ উপদেষ্টা চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বৃক্ষরোপণ  বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল উদ্বোধন মোজো এখন বাংলাদেশের ‘১ নম্বর’ বেভারেজ ব্র্যান্ড ১ টাকা কমলো ডিজেল-কেরোসিনের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার আল্টিমেটাম থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ

পাবনায় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে নিহত ১

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৭৪ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, পাবনা : পাবনার বেড়া উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় মোজাহার মোল্লা (৭২) নামের এক বৃদ্ধ নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। এ ঘটনায় একই এলাকার মৃত আলম উদ্দিন মোল্লার ছেলে ফজর আলী মোল্লাকে (৫০) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল নয়টার দিকে বেড়া পৌর সদরের বড় পায়না মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত মোজাহার মোল্লা ওই মহল্লার মৃত হারুন মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, ওই মহল্লার ফজলুল হকের ছেলে বেড়া এম এ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আলহাজ্ব হোসেনের সঙ্গে তার সহপাঠী একই এলাকার পলাশ হোসেনের ছেলে সৌরভ হোসেনের ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটি হয়। সেখানে শিক্ষকরা তাদের ঝামেলা মিটিয়ে দেন। নিহত মোজাহারের নাতি হলো আলহাজ্ব।

নিহতের ছোট ছেলে জাহিদ মোল্লা জানান, বুধবার (১৫ নভেম্বর) বিকেলে বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়েছিল আলহাজ্ব ও তার চাচাতো ভাই হাসান আলীসহ অন্যরা। এ সময় সৌরভ ও তার চাচাতো ভাই ইমরান গিয়ে তাদের মারধর করে। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে স্থানীয় কাউন্সিলর ও পুলিশ গিয়ে বিষয়টি মিটিয়ে দিবেন বলে আশ্বাস দিয়ে তাদের থামিয়ে দেয়।

এর মধ্যে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৯টার দিকে সৌরভের চাচাতো ভাই ইমরান হোসেন লোকজন নিয়ে আলহাজ্ব ও হাসানদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এসময় আলহাজ্বের দাদা মোজাহার মোল্লা তাদের নিষেধ করতে গেলে কাঠের বাটাম দিয়ে ঘাড়ে আঘাত করে হামলাকারীরা। আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া হামলায় নারী-পুরুষসহ ৫ জন আহত হয়। তাদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও হামলায় জড়িত ফজর আলী মোল্লাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ইতোমধ্যেই হামলায় জড়িত একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ