1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৪৪ অপরাহ্ন

‘গুপ্তধন’ বিস্ফোরণে ৪ জন দগ্ধ

  • আপডেট সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৬৮ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জে গুপ্তধন ভেবে কাচের বোতল দা দিয়ে কাটাতে গিয়ে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ি গ্রামে ঘটনাটি ঘটে।

দগ্ধরা হলেন- জিগাবাড়ি গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে আব্দুল হাকিম ভুট্টু (৩৯), তার স্ত্রী পারভীন বেগম (৩৩), বড় ছেলে মারুফ (২২) ও ছোট ছেলে রিপন মিয়া (১৬)।

বেলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহিম খলিল রাইজিংবিডিকে বলেন, বন্যার পানি সরে যাওয়ায় আজ সকালে নিজের জমি থেকে পানা (কচুরিপানা) পরিষ্কার করতে যান আব্দুল হাকিম ভুট্টু। এসময় তিনি বোতল সাদৃশ্য বস্তু দেখতে পান। তিনি সেটিকে বাড়িতে নিয়ে আসেন।

গুপ্তধন ভেবে বোতলটি একাধিকবার খোলার চেষ্টা করেন ভুট্টু। মুখ খুলতে ব্যর্থ হয়ে বাড়িতে থাকা দা দিয়ে বোতলের মুখে আঘাত করেন তিনি। এসময় বোতলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ভুট্টু ও তার স্ত্রীর হাত ও দুই ছেলের চোখ ক্ষতিগ্রস্ত হয়। পরে তাদের গুরুতর অবস্থায় প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মিলন চ্যাটার্জি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারতের বন্যার কারণে তিস্তা নদীতে এই বিস্ফোরক দ্রব্যটি ভেসে আসতে পারে। পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে এটি কি জাতীয় বিস্ফোরক ছিল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ