1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন
হেডলাইন :
সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে পণ্য বিক্রি বন্ধের সিদ্ধান্ত: অর্থ উপদেষ্টা চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বৃক্ষরোপণ  বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল উদ্বোধন মোজো এখন বাংলাদেশের ‘১ নম্বর’ বেভারেজ ব্র্যান্ড ১ টাকা কমলো ডিজেল-কেরোসিনের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার আল্টিমেটাম থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ

কে হবে সেরা

  • আপডেট সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৭১ বার দেখা হয়েছে

ক্রীড়া ডেস্ক : অক্টোবরের এক দুপুরে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দেড় মাস আগে শুরু হয়েছিল ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। সেই একই মাঠে আগামীকালের ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে এই মহাযজ্ঞের। ভারত ও অস্ট্রেলিয়া মহারণের মধ্যে দিয়ে শেষ হতে চলছে দেড় মাসের মহারণ।

কে হবে চ্যাম্পিয়ন? এই প্রশ্নের সঙ্গে আরও একটা প্রশ্ন এসে যায়। কে হবেন আসরের সেরা খেলোয়াড়? কার হাতে উঠছে টুর্নামেন্ট সেরার পুরস্কার? শেষ আসরের সেরা কেন উইলিয়ামসনের যোগ্য উত্তরসূরির খোঁজে সমর্থকরা। এবার বেশ ক’জনই আছেন সেরা হওয়ার দৌড়ে।

আসর জুড়ে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম্যান্স করেছেন ভারতের ক্রিকেটাররা। ঘরের মাঠের আসরে স্বাভাবিকভাবেই সবার থেকে ঢের এগিয়ে ভারত। টুর্নামেন্ট সেরার দৌড়েও এগিয়ে ভারতীয়রাই। বিরাট কোহলি থেকে শুরু করে অধিনায়ক রোহিত শর্মা ও পেসার মোহাম্মদ শামিও আছেন এই তালিকায়। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা ও নিউ জিল্যান্ডের রাচিন রবীন্দ্রও দৌড়ে আছেন।

এবার আসর যেন দু’হাত ভরে দিচ্ছে কোহলিকে। রানের ফোয়ারা ছুটিয়ে একের পর এক কীর্তি গড়ে যাচ্ছেন ভারতীয় ব্যাটার। আসরে ৭১১ রান করে ইতোমধ্যেই বনে গেছেন বিশ্বকাপ ইতিহাসেরই এক আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। বল হাতেও একটা উইকেট আছে কোহলির। তাতে আসরের সেরা খেলোয়াড়ের দৌড়ে বেশ এগিয়ে আছেন তিনি।

কোহলির পর যার নামটি আসে, তিনি রোহিত শর্মা। আসরে দুর্দান্ত নেতৃত্ব আর ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে দলকে ফাইনালের মঞ্চে এনে দেওয়ার বড় কৃতিত্ব রোহিতের। প্রতিটি ম্যাচেই সম্মুখ থেকে নেতৃত্ব দিয়ে গড়ে দেন বড় সংগ্রহে ভিত। অনুপ্রেরণা দেন সাহসী হয়ে উঠার। এখন পর্যন্ত ৫৫০ রান নিয়ে আছেন সেরা রান সংগ্রাহকের তালিকায় পাঁচে। উইকেটও আছে একটা। সব মিলিয়ে তিনিও এগিয়ে আছেন সেরা হওয়ার লড়াইয়ে।

এবারের আসরে চমকের নাম শামি। শুরুতে দলে জায়গা না পাওয়া শামি হার্দিক পান্ডিয়ার ইনজুরির সুযোগ নিয়ে হয়ে উঠছেন দলের মহীরুহ। রান প্রসবা উইকেটে এই পেসার উপহার দিচ্ছেন বিস্ময়। ৬ ম্যাচে তিনবার পাঁচ উইকেট সহ সব মিলিয়ে ২৩ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি। বোলার হিসেবে যদি কেউ আসরের সেরা হয়, তবে সেটা নিশ্চিত শামিই হবেন।

ফাইনালের অন্য দল অস্ট্রেলিয়ারও দুইজন এগিয়ে আছেন টুর্নামেন্ট সেরার লড়াইয়ে। ডেভিড ওয়ার্নার ৫২৮ রান নিয়ে আছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার ছয়ে। আর বল হাতে ২২ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে থাকা অ্যাডাম জাম্পাও আসর সেরা হওয়ার স্বপ্নে বিভোর। ফাইনালে ভালো কিছু করতে পারলে তারাও বাগিয়ে নিতে পারেন সেরার মুকুট।

দুই ফাইনালিস্টের বাইরে যদি কাউকে সেরার তালিকায় জায়গা দিতে হয়, তিনি রাচীন রবীন্দ্র। এ বিশ্বকাপের বিস্ময় রাচিন। জন্মসূত্রে ভারতীয় এই কিউই অলরাউন্ডার হিসেবের বাহিরে থেকে এসে জ্বলে উঠলেন উল্কার মতো। আলোকিত করে তুললেন সমগ্র ভারত। ৩ শতকে করলেন ৫৭৮ রান। জায়গা করে নিলেন সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার তিনে। বল হাতেও আছে ৫ উইকেট। সুতরাং দল ফাইনালে না উঠলেও সেরার দাবিটা করেই রাখলেন তিনিও।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ