1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন

ওয়ালটন-ডিআরইউ ক্রিকেট টুর্নামেন্ট: বাংলাদেশ প্রতিদিনকে হারালো রাইজিংবিডি

  • আপডেট সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১৩৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।

বুধবার (২২ নভেম্বর) দ্বিতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশ প্রতিদিনকে ৪ উইকেটে পরাজিত করেছে রাইজিংবিডি।

টসে জিতে বাংলাদেশ প্রতিদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত সময়ে বাংলাদেশ প্রতিদিন ৬৭ রান সংগ্রহ করে। রাইজিংবিডির পক্ষে একটি করে উইকেট নেয় নুরুজ্জামান তানিম ও অতিথি খেলোয়াড় রেজোয়ান আহমেদ।

ব্যাটিংয়ে নেমে রাইজিংবিডি মাত্র এক উইকেট হারিয়ে ৩ ওভারেই জয় পায়। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রাইজিংবিডির নুরুজ্জামান তানিম।

রাইজিংবিডির পক্ষে খেলায় অংশ নেন— হাসান মাহামুদ (অধিনায়ক), মোহাম্মদ নঈমুদ্দিন, আসাদ আল মাহমুদ, নুরুজ্জামান তানিম, মাকসুদুর রহমান এবং মামুন খান। অতিথি খেলোয়াড় হিসেবে অংশ নেন রেজোয়ান আহমেদ।

এবারের টুর্নামেন্টে ৫৫টি গণমাধ্যম অংশগ্রহণ করছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ