1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন
হেডলাইন :
সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে পণ্য বিক্রি বন্ধের সিদ্ধান্ত: অর্থ উপদেষ্টা চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বৃক্ষরোপণ  বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল উদ্বোধন মোজো এখন বাংলাদেশের ‘১ নম্বর’ বেভারেজ ব্র্যান্ড ১ টাকা কমলো ডিজেল-কেরোসিনের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার আল্টিমেটাম থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ

অব্রাহ্মণ বিয়ে করে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলো খরাজ

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৬৩ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা খরাজ মুখার্জি। মঞ্চ নাটকের মাধ্যমে তার অভিনয়ের হাতেখড়ি। তারপর টিভি নাটক, সিনেমা, গান— বিভিন্ন মাধ্যমে তার অবাধ বিচরণ। কমেডিয়ান হিসেবেও তার আলাদা খ্যাতি রয়েছে।

চাকরির মাধ্যমে পেশাগত জীবন শুরু করেন খরাজ মুখার্জি। প্রতিভা মুখার্জিকে বিয়ের পর অভিনয়ে ঝুঁকে পড়েন। তবে তার বিয়ের জার্নিটা মোটেও সুখকর ছিল না। কারণ শুরুতে বিয়েটা মেনে নেয়নি তার বাবা। শুধু তাই নয়, বিয়ের পর ফুলশয্যাও হয়নি এই অভিনেতার।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ৬০ বছর বয়সী খরাজ মুখার্জি বলেন, ‘আমি রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারের সন্তান। অব্রাহ্মণ মেয়ে বিয়ে করায় বাড়ি ছাড়তে হয়েছিল। ব্যাপারটা ত্যাজ্য করার দিকে চলে যায়। তালেগোলে আর ফুলশয্যা হয়নি। পরে অবশ্য বড়দার কথায় সবকিছু মিটমাট হয়। বাবা আমাদের মেনে নিয়ে কলকাতার বাড়িতে থাকতে দেন; এখনো সেটাই আমার ঠিকানা।’

ব্যক্তিগত জীবনে খরাজ খুব সাদামাটা জীবন যাপন করে থাকেন। আর এই শিক্ষাটা তাকে তার বাবাই দিয়েছেন। এ বিষয়ে খরাজ মুখার্জি বলেন, ‘ছোটবেলায় এটা ইনজেক্ট করে দেওয়া হয়েছিল। আমার দেশের বাড়ি বীরভূমে দুর্গাপূজা হয়। বাবা বলতেন, ছেঁড়া জামা পরা চাষির ছেলের পাশে তুমি নতুন পোশাক পরলে আনন্দে সামিল হতে পারবে না। পারলে তাকেও একটা ভালো জামা দিয়ে তুমিও তার মতো পোশাক পরো। পুরো পূজা ধুতি-গামছা পরেই কাটাতাম, দশমীতে হয়তো পাঞ্জাবি-পাজামা পরার সুযোগ হতো। এই শিক্ষাই বহন করে চলেছি।’

খরাজ-প্রতিভা দম্পতির বিহু মুখার্জি নামে একটি পুত্র সন্তান রয়েছে। বাবার পথ অনুসরণ করে বিহুও অভিনয়ে নাম লিখিয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ