1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন

পূঁজিবাজারে সূচকের পতন

  • আপডেট সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১২৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে রোববার (২৬ নভেম্বর) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। অপরিবর্তিত রয়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট কমে ৬ হাজার ২২৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৩৫১ পয়েন্টে, ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে ২ হাজার ১০৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩২৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৩টি কোম্পানির। এ ছাড়া, দরপতন হয়েছে ৯৩টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ডিএসইতে মোট ৫৪৯ কোটি ১০ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৭০ কোটি ৩৭ লাখ টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯ পয়েন্ট কমে ১৮ হাজার ৪৮৫ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া, সিএসসিএক্স ৭ পয়েন্ট কমে ১১ হাজার ৫৪ এবং সিএসই৩০ সূচক ৮ পয়েন্ট কমে ১৩ হাজার ২৭৩ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১৬১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত আছে ৮১টির।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ