1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন
হেডলাইন :
সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে পণ্য বিক্রি বন্ধের সিদ্ধান্ত: অর্থ উপদেষ্টা চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বৃক্ষরোপণ  বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল উদ্বোধন মোজো এখন বাংলাদেশের ‘১ নম্বর’ বেভারেজ ব্র্যান্ড ১ টাকা কমলো ডিজেল-কেরোসিনের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার আল্টিমেটাম থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ

প্রায় তিন হাজার কোটি টাকার ৮ ক্রয় প্রস্তাব অনুমোদন

  • আপডেট সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১০৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : কৃষকের হাতে সময়মতো সার পৌঁছে দেওয়ার জন্য তিনটি দেশ থেকে রাষ্ট্রিয় পর্যায়ে চুক্তির আওতায় এক লাখ ৭০ হাজার মে. টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সার আমদানির ৫টি প্রস্তাবসহ মোট ৮ ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ২ হাজার ৯৮৫ কোটি ৩৭ লাখ ২০ হাজার ৬৬৩ টাকা।

বুধবার (২৯ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে কমিটির এক ভার্চুয়াল সভায় প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়।

সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও মরক্কো থেকে সার আমদানি করা হবে। এতে মোট ব্যয় হবে ৮৮৩ কোটি ৭৮ লাখ ৯০০ টাকা।

রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত থেকে ৫ম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির শিল্প মন্ত্রণালয়ের একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে বাংলাদেশি মুদ্রায় ১১৭ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার ১০০ টাকা।

সৌদি আরব থেকে ৭ম লটে ৩০ হাজার মে. টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে। এতে বাংলাদেশি মুদ্রায় ১১৭ কোটি ৯৩ লাখ ৫২ হাজার ৮০০ টাকা ব্যয় হবে।

একইভাবে মরক্কো থেকে ১ম লটে ৩০ হাজার মে. টন টিএসপি সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রতি মে. টন টিএসপি সার ৪০৬ মার্কিন ডলার হিসেবে এতে ব্যয় হবে বাংলাদেশি মুদ্রায় ১৩৫ কোটি ১৯ লাখ ৮০ হাজার টাকা।

এর আগে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ৭টি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে জননিরাপত্তা বিভাগের ১টি, নৌপরিবহন মন্ত্রণালয়ের ১টি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ৫টি প্রস্তাব রয়েছে।

এ ছাড়াও সভায় ক্রয় কমিটির অনুমোদনের জন্য ৮টি প্রস্তাব উপস্থাপন করা হয়। ক্রয় কমিটির প্রস্তাবগুলোর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের ৩টি, স্থানীয় সরকার বিভাগের ২টি, শিল্প মন্ত্রণালয়ের ২টি এবং বিদ্যুৎ বিভাগের ১টি প্রস্তাবনা ছিল। ক্রয় কমিটির অনুমোদিত ৮টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ২ হাজার ৯৮৫ কোটি ৩৭ লাখ ২০ হাজার ৬৬৩ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ২ হাজার ১০১ কোটি ৫৯ লাখ ১১ হাজার ৭৬৩ টাকা এবং দেশী ব্যাংক অর্থায়ন ৮৮৩ কোটি ৭৮ লাখ ৮ হাজার ৯০০ টাকা।

সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ