সংবাদ বিজ্ঞপ্তি : রাজধানীতে সাড়ম্বরে রিমার্ক ডে উদযাপন করেছে রিমার্ক এইচবি লিমিটেড। বুধবার (২৯ নভেম্বর) ঢাকায় কোম্পানির কর্পোরেট অফিস ছাড়াও নিউ ইয়র্ক ও ব্যাংকক থেকে একযোগে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।
এতে অংশ নেন কোম্পানির চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া, পরিচালকগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, রিমার্ক এলএলসি ইউএসএ’র এফিলিয়েটেড রিমার্ক এইচবি লিমিটেড বাংলাদেশে হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার ও কসমেটিক্স সামগ্রী উৎপাদন করছে।
কোম্পানির ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে- নিওর, হারল্যান, সিওডিল, ব্লেইজ-ও-স্কিন, লিলি, অরিক্স, টাইলক্স, সানবিট, একনল উল্লেখযোগ্য।