আন্তর্জাতিক ডেস্ক : রেকর্ড করা সবচেয়ে উষ্ণতম বছর হতে যাচ্ছে ২০২৩ সাল। জাতিসংঘ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংস্থা জানিয়েছে, ২০২৩ সাল জলবায়ু রেকর্ড ভেঙে দিয়েছে। চলতি বছর চরম আবহাওয়া ‘ধ্বংস ও হতাশার পথ’ রেখে গেছে। বৈশ্বিক উষ্ণায়নের লাগাম টানতে এবং এর প্রেক্ষিতে বিপর্যয় রোধে জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছে সংস্থাটি।
ডব্লিউএমও প্রধান পেটেরি তালাস বলেছেন, ‘এটি বধির করার মতো রেকর্ড।’
তিনি বলেছেন, ‘গ্রিনহাউস গ্যাসের মাত্রা রেকর্ড পরিমাণ বেশি। বৈশ্বিক তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা রেকর্ড পরিমাণ বেশি। অ্যান্টার্কটিক সমুদ্রের বরফ রেকর্ড পরিমাণ কম।’