1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন

সাপের পর ‘ডেডবডি’তে কামড় দিলো কুকুর

  • আপডেট সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৯ বার দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক : ‘ডেডবডি’ সিনেমার দৃশ্যধারণকালে ওমর সানী সাপের কামড়ে আহত হয়েছিলেন। এবার একই সিনেমার শুটিংয়ে কুকুরের কামড়ে আহত হয়েছেন অভিনেতা জাদু আজাদ।

ঢাকায় শেষ লটের শুটিংয়ে বেশ কিছু পোষা কুকুর নিয়ে সিনেমাটির একটি দৃশ্যধারনের সময় এ ঘটনা ঘটে বলে জানান জাদু আজাদ।

বর্তমানে আজাদ চিকিৎসকের পরামর্শে বাসায় আছেন। তিনি বলেন, একটা দৃশ্য ছিল হঠাৎ পুলিশের ধাওয়া খেয়ে আমি পালাবো। কিন্তু দুবার শর্ট দেওয়ার পরও হচ্ছিল না। তৃতীয়বার যখন শর্ট দিচ্ছিলাম তখন একটা কুকুর এসে কামড় দিয়েছে। মনে হয় আমাকে আসামি ভেবে কামড় দিয়েছে। এখন চিকিৎসকের পরার্মশে চিকিৎসা নিচ্ছি।

বিষয়টি নিয়ে সিনেমার প্রযোজক এমডি ইকবাল বলেন, ‘শুক্রবার কয়েকটি কুকুর নিয়ে সিনেমার শুটিং করা হচ্ছিল। হঠাৎ একটি কুকুর অতর্কিতভাবে আমার বন্ধু আজাদের ওপর হামলা করে এবং তার পেটে কামড় বসিয়ে দেয়। তাৎক্ষণিক তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি অনেকটা সুস্থ আছেন।’

এর আগে বান্দরবানে শুটিং চলাকালে হঠাৎ একটি সাপ কামড় দেয় ওমর সানীকে। ‘ডেডবডি’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক জিয়াউল রোশান, কলকাতার মডেল অন্বেষা রায় অ্যানি, শ্যামল মওলা, ওমর সানি, মিশা সওদাগর, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহানসহ আরও অনেকে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ