আন্তর্জাতিক ডেস্ক : পেরুর একটি স্বর্ণ খনিতে অস্ত্রধারীদের হামলায় ৯ জন নিহত হয়েছে। পোদেরোসা স্বর্ণ খনিতে একদল সশস্ত্র লোকের এ হামলায় আরও ১৫ জন আহত হয়।
শনিবার গভীর রাতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
রোববার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে পেরুর পাতাজ প্রদেশের পোদেরোসা সোনার খনিতে একদল অস্ত্রধারী হামলায় চালিয়ে খনির নিয়ন্ত্রণ নেয়। এতে ৯ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।
পেরুর জাতীয় পুলিশ অভিযান চালিয়ে সোনার খনিটি নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। বিস্ফোরক দিয়ে চালানো মারাত্মক এই হামলায় সন্দেহভাজন ৭ জনকে আটক করা হয়েছে।
পুলিশ আসার আগেই অপরাধীরা খনির নিরাপত্তা কর্মীদের ওপর হামলা চালিয়ে চারজনকে অপহরণ করে।