1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন

মেট্রোরেলের মালামালসহ মোংলায় ‘ফিনিক্স কোরাল’

  • আপডেট সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৫১ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, বাগেরহাট : মেট্রোরেলের মালামাল নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে এসেছে বিদেশি জাহাজ এমভি ‘ফিনিক্স কোরাল’। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে জাহাজটি বন্দরের আউটার বার এলাকায় নোঙর করে। রাতে জোয়ারের সময় জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে ভেড়ার কথা রয়েছে।

জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, নভেম্বর মাসের প্রথম সপ্তাহে জাপান থেকে পানামা পতাকাবাহী এ জাহাজটি বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসে।

রফিকুল ইসলাম বলেন, জাহাজে মেট্রোরেলের ১৯৪ দশমিক ৫১০ মেট্রিক টন যন্ত্রপাতি ও সরঞ্জামাদি রয়েছে। রাতে জাহাজ থেকে এসব পণ্য খালাসের কার্যক্রম শুরু করার কথা রয়েছে। পণ্য খালাসের পর সড়ক পথে তা ঢাকায় নেওয়া হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ