1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন
হেডলাইন :
সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে পণ্য বিক্রি বন্ধের সিদ্ধান্ত: অর্থ উপদেষ্টা চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বৃক্ষরোপণ  বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল উদ্বোধন মোজো এখন বাংলাদেশের ‘১ নম্বর’ বেভারেজ ব্র্যান্ড ১ টাকা কমলো ডিজেল-কেরোসিনের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার আল্টিমেটাম থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ

চট্টগ্রামে পেঁয়াজের কেজি ২৪০ টাকা, বাজারে অভিযান

  • আপডেট সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৮৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: বন্দরনগরী চট্টগ্রামে পেঁয়াজের বাজারে রীতিমতো নৈরাজ্য তৈরি হয়েছে। ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে পেঁয়াজের দাম। শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত পেঁয়াজের কেজি ২৪০ টাকায় পৌঁছেছে।

এর মধ্যে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পেঁয়াজের বাজারের নৈরাজ্য ও মজুদ ঠেকাতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার বিকেলে চট্টগ্রামের কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা গেছে, কিছু দোকানে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি। আবারও কিছু দোকানে বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকা। তবে অধিকাংশ দোকানে পেঁয়াজের মজুদ নেই বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

চট্টগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, শনিবার চট্টগ্রামের খাতুনগঞ্জ ও বিভিন্ন বাজারে পেঁয়াজ নিয়ে নৈরাজ্য ঠেকাতে তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নগরীর চৌমুহনীর কর্ণফুলী মার্কেটের ফারুক স্টোরকে ৩০ হাজার টাকা, আলিফ ট্রেডার্সকে ২০ হাজার টাকা, খাতুনগঞ্জের বরকত ভাণ্ডারকে ২০ হাজার টাকা, এএইস ট্রেডার্সকে ১০ হাজার টাকা, একে ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি জানান, এ সব দোকানকে পেঁয়াজের দাম কেনা দামের থেকে অতিরিক্ত মুনাফা করায় জরিমানা করা হয়েছে।

খাতুনগঞ্জের আড়তে দেখা গেছে, পেঁয়াজ মজুদ থাকা সত্ত্বেও পেঁয়াজ বিক্রি করছেন না আড়তদাররা। এই পাইকারি বাজারে শুক্রবার (৮ ডিসেম্বর) যে পেঁয়াজ ১০০-১২০ টাকা বিক্রি হয়েছিল, আজ তা হাঁকা হচ্ছে ১৮০ টাকা থেকে ২০০ টাকায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ