জেলা প্রতিনিধি, কক্সবাজার : টেকনাফের শাহপরীর দ্বীপের ডুবোচরে আটকে পড়া সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘এম ভি গ্রিন লাইন-১’ জাহাজ থেকে ৪৪ পর্যটককে উদ্ধার করেছে কোস্টগার্ড।
রোববার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় পর্যটকদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তৌকি।
তিনি বলেন, ‘রোববার সকাল সাড়ে ১১টার দিকে সেন্টমার্টিনের ৪ নটিক্যাল মাইল উত্তরে সমুদ্র এলাকায় ডুবোচরে জাহাজটি আটকে যায়। কোস্ট গার্ড খবর পেয়ে সেন্টমার্টিন ও টেকনাফ স্টেশন থেকে একাধিক উদ্ধারকারীদল ঘটনাস্থলে গিয়ে পর্যটকদের উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের নিরাপদে সেন্টমার্টিন দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘দুর্ঘটনায় আহতদের সেন্টমার্টিন নোঙ্গরে অবস্থানরত কোস্টগার্ডের জাহাজ ‘কামরুজ্জামান’ এ চিকিৎসা সেবা দেয়া হয়।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘আটকে পড়া পর্যটকরা সেন্টমার্টিন পৌঁছেছেন। তাদের দেখভাল করা হচ্ছে।’