নিজস্ব প্রতিবেদক : কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি দুটি। এগুলো হলো—খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্টিজ লিমিটেড ও আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি কোম্পানি দুটির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে, কোনো প্রকার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ারের দাম বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গত ২২ নভেম্বর খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্টিজের শেয়ারের দাম ছিল ৬২ টাকা। বুধবার বাজার শেষে কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ৮৭.৫০ টাকায়।
এদিকে, গত ৫ ডিসেম্বর আনলিমা ইয়ার্ন ডাইংয়ের শেয়ারের দাম ছিল ৩১.০৬ টাকা। ১৩ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ৪৪.০৩ টাকায়।
এভাবে কোম্পানিটি দুটির শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।