নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলেক্ষে দেশের কয়েক জায়গায় সর্বসাধারণের জন্য নিজেদের জাহাজ প্রদর্শন করেছে কোস্টগার্ড।
বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অধিনস্থ জাহাজ ‘বিসিজিএস শেটগাং’ (মুন্সীগঞ্জ লঞ্চঘাট), ‘বিসিজিএস রাঙ্গামাটি’ (চাঁদপুর লঞ্চঘাট) পূর্ব জোনের ‘বিসিজিএস তাজউদ্দীন’ (পতেঙ্গা, চট্টগ্রাম),‘বিসিজিএস শ্যামল বাংলা’ (মৎস্য বন্দর, চট্টগ্রাম) পশ্চিম জোনের ‘বিসিজিএস মনসুর আলী’ (মংলা), ‘বিসিজিএস অপরাজেয় বাংলা (খুলনা) এবং দক্ষিণ জোনের ‘বিসিজিএস বগুড়া’ (আন্ধারমানিক, পটুয়াখালী) এ ১৫ ও ১৬ ডিসেম্বর দুপুর ২টা হতে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে।
শনিবার (১৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ কোস্টগার্ডের লে. কমান্ডার বিএন (মিডিয়া) খন্দকার মুনিফ তকি বিষয়টি জানান।