1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন
হেডলাইন :
সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে পণ্য বিক্রি বন্ধের সিদ্ধান্ত: অর্থ উপদেষ্টা চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বৃক্ষরোপণ  বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল উদ্বোধন মোজো এখন বাংলাদেশের ‘১ নম্বর’ বেভারেজ ব্র্যান্ড ১ টাকা কমলো ডিজেল-কেরোসিনের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার আল্টিমেটাম থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ

‘মানিব্যাগ’-এ দেওয়া যাবে শিক্ষাপ্রতিষ্ঠানের ফি

  • আপডেট সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১০৮ বার দেখা হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি : যাত্রা শুরু করলো ‘মানিব্যাগ পেমেন্ট গেইটওয়ে’। লেনদেনের নতুন এই মাধ্যমের মূল লক্ষ্য দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফি ঘরে বসেই ডিজিটাল মাধ্যমে সম্পন্ন করা।

সোমবার রাজধানীর আর্মি গলফ ক্লাবের প্লামভিউ রেস্টুরেন্টে এই পেমেন্ট গেইটওয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এটি নিয়ে এসেছে ফিঙ্গারপ্রিন্ট ইনফরমেশন টেকনোলজি লিমিটেড।

ফিঙ্গারপ্রিন্ট ইনফরমেশন টেকনোলজি লিমিটেড একটি প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান। যা প্রযুক্তির বিকাশ ও যথাযথ ব্যবহারের মাধ্যমে দেশের সব পেশার মানুষের জীবন যাত্রার মানবৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ফ্রি এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম পদ্ধতি চালু করেছে। যা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য সহজলভ্য করে শিক্ষাখাতে দৃষ্টান্ত সৃষ্টি করেছে। কুড়িয়েছে সংশ্লিষ্টদের প্রশংসা। এই ধারা অব্যাহত রাখতে এবার তারা উদ্বোধন করলো ‘মানিব্যাগ পেমেন্ট গেটওয়ে’ সার্ভিস।

সংশ্লিষ্টরা বলছেন, এতে উপকৃত ও ভোগান্তিমুক্ত হতে পারবে শিক্ষার্থী ও তাদের পরিবার।

উদ্বোধনী অনুষ্ঠানে ফিঙ্গারপ্রিন্ট ইনফরমেশন টেকনোলজি লিমিটেডের এম ডি এবং সিইও মোহাম্মদ আবু কায়েস জাহাদি বলেন, মানিব্যাগ অ্যাপের যথাযথ ব্যবহারের মাধ্যমে মানুষের কর্মঘণ্টা বাঁচবে। ব্যাংকের লাইনে দাঁড়িয়ে থেকে নষ্ট হবে না। রাখা যাবে যথাযথ হিসাব।

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে তাদের চুক্তি হবে সেসব প্রতিষ্ঠানকে বিনামূল্যে ফ্রি এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম দেওয়ার ঘোষণাও দেন প্রতিষ্ঠানটির সিইও। বলেন, এতে আধুনিক ব্যবস্থাপনায় চলতে পারবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজকন টেকনালোজি লিমিটেডের পরিচালক আজমল আজিম।

প্রধান অতিথি তার বক্তব্যে মানিব্যাগের সফল ভবিষ্যৎ কামনা করেন এবং ফিঙ্গারপ্রিন্ট ইনফরমেশন টেকনোলজি লিমিটেডকে ধন্যবাদ জানান দেশের শিক্ষাব্যবস্থায় এমন মাইলফলক স্থাপনের জন্য।

আরও উপস্থিত ছিলেন ঢাকা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন ব্যাংকের উচ্চ পদস্থ কর্মকর্তারা, সামরিক ও আমন্ত্রিত ব্যক্তিবর্গ। সবশেষ কেক কাটা ও নৈশভোজের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ