জেলা প্রতিনিধি, পঞ্চগড় : উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। টানা ৪ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে এখানে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ভোর ৬টায় এখানকার তাপমাত্রা ছিলো ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে, সোমবার সকাল ৯টায় এ জেলায় রেকর্ড হয়েছিলো ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, টানা ৪ দিন ধরে এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮-১০ ডিগ্রির ঘরে ওঠা নামা করছে। এটাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে।