1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ১২:৪০ অপরাহ্ন

ইসরায়েলের জাহাজে হামলা বন্ধ করবে না হুতিরা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৫৪ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মোকাবেলায় একটি নতুন সামুদ্রিক সুরক্ষা বাহিনী মোতায়েন করলেও তারা লোহিত সাগরে ইসরায়েলের সাথে সম্পর্কিত জাহাজে হামলা বন্ধ করবে না। মঙ্গলবার বিদ্রোহী গোষ্ঠীর একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

মোহাম্মদ আল-বুখাইতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স- এ এক পোস্টে লিখেছেন, ‘আমেরিকা যদি সমগ্র বিশ্বকে একত্রিত করতে সফল হয়, তারপরেও আমাদের সামরিক অভিযান বন্ধ হবে না … এর জন্য আমাদের যতই ত্যাগ স্বীকার করতে হোক না কেন।’

তিনি জানিয়েছেন, ইসরায়েলের ‘গাজায় অপরাধ বন্ধ হলে এবং খাদ্য, ওষুধ ও জ্বালানি অবরুদ্ধ জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর অনুমতি দিলেই হুথিরা তাদের আক্রমণ বন্ধ করবে।’

হুতিরা গাজা উপত্যকায় বোমাবর্ষণ বন্ধ করতে ইসরায়েলকে চাপ দেওয়ার প্রয়াসে লোহিত সাগরে এক ডজনেরও বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। এর পরিপ্রেক্ষিতে লোহিত সাগরে শিপিং লাইনগুলি অপারেশন স্থগিত করে। সোমবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন লোহিত সাগরে বাণিজ্য রক্ষার জন্য একটি জোটের ঘোষণা দিয়েছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ