1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১২:৫০ অপরাহ্ন

ক্ষতিপূরণের ৩ মিলিয়ন ডলার এলো সৌদি থেকে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : প্রবাসীদের ক্ষতিপূরণের ৩ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে পাঠিয়েছে সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক অভিবাসী দিবসে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ক্ষতিপূরণ বাবদ আদায় করা ৩ মিলিয়ন ডলার ঢাকার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে পাঠিয়েছে।

সৌদি আরবে নভেম্বর মাসে বিভিন্ন সময়ে মারা যাওয়া ৬৫ জন বাংলাদেশি কর্মীর বকেয়া পাওনা, মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও ব্লাডমানি হিসেবে আদায় করা ২ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার ঢাকায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ‘ডেথ কমপেনসেশন ফান্ড’-এ পাঠানো হয়েছে।

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর নির্দেশে দূতাবাসের শ্রম কল্যাণ উইং সৌদি আরবে মৃত বাংলাদেশিদের বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ আদায় কার্যক্রম জোরদার করেছে। মৃত বাংলাদেশিদের সকল প্রকার দাবি ও প্রাপ্য সুবিধা আদায় আরও দ্রুত করার জন্য ইতোমধ্যে দুটি সৌদি ল ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে।

এসব ক্ষতিপূরণ আদায় করে বাংলাদেশে পাঠানোয় রাষ্ট্রদূতের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নিহতদের পরিবারের সদস্যরা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ