1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন
হেডলাইন :
ওয়ালটন ডেস্কটপে বিশাল মূল্যহ্রাস, অনলাইন অর্ডারে আরো ১০% ছাড় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী-ডেমরায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন ওয়ালটনের সঙ্গে সিটি ব্যাংকের এমপ্লয়ি গ্রিন ব্যাংকিং চুক্তি  নারায়ণগঞ্জে সোনালী ব্যাংকের মিট দ্য বরোয়ার ও গ্রাহক সমাবেশ ভোজ্যতেল আমদানিতে ভ্যাট কমল আরও ৫ শতাংশ শিক্ষায় কমপক্ষে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেয়া হবে: তারেক রহমান এবার ভরিতে ২৯৩৯ টাকা বাড়ল সোনার দাম ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ডিসেম্বরের মধ্যে এডিবি-বিশ্বব্যাংক থেকে ১১০ কোটি ডলার পাবে বাংলাদেশ বিদেশি এলএনজি দেশে জলবায়ু ঝুঁকি তৈরি করছে

ইপিজেড শ্রমিকদের মজুরি চূড়ান্ত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১১৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অধীনে পরিচালিত ইপিজেডের শ্রমিকদের নিম্নতম মজুরি ১২ হাজার ৮০০ টাকা চূড়ান্ত করা হয়েছে।

বেপজার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মজুরি বোর্ডের পঞ্চম ও সর্বশেষ সভায় এ মজুরি চূড়ান্ত করা হয়। নতুন মজুরি কাঠামো অনুযায়ী, ইপিজেডের একজন শ্রমিকের নিম্নতম মূল মজুরি ৬ হাজার ৯৫০ টাকা, মূল মজুরির ৫০ শতাংশ বাড়িভাড়া (৩ হাজার ৪৭৫ টাকা) এবং চিকিৎসা ভাতা ২ হাজার ৩৭৫ টাকা হবে। এছাড়া, নিম্নতম মোট মজুরির অতিরিক্ত হিসেবে শ্রমিকরা খাদ্য বা খাদ্য ভাতা এবং পরিবহন বা পরিবহন ভাতা পাবেন, যা আগেও ছিল। বর্তমান মজুরি কাঠামোতেও এ সুবিধা বহাল রাখা হয়েছে।

‘বাংলাদেশ ইপিজেড শ্রম আইন ২০১৯’ এর ধারা ৬৫ এর প্রদত্ত ক্ষমতাবলে সরকার বেপজার নির্বাহী চেয়ারম্যানকে প্রধান করে প্রধানমন্ত্রীর কার্যালয়, শ্রম মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, ইপিজেডের মালিক ও শ্রমিক প্রতিনিধির সমন্বয়ে গত ৯ নভেম্বর ১১ সদস্যের একটি মজুরি বোর্ড গঠন করে। মজুরি বোর্ডের প্রথম সভায় তিনজন মালিক প্রতিনিধি, তিনজন শ্রমিক প্রতিনিধিসহ সাত সদস্যকে কো-অপ্ট করা হয়।

মজুরি বোর্ড আগে চারটি সভা করে সর্বসম্মতিক্রমে ১২ হাজার ৮০০ টাকা নিম্নতম মজুরি সুপারিশ করে। সুপারিশকৃত খসড়া মজুরি ২০২৩ সালের ৭ ডিসেম্বর তারিখে গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশিত হয়। উক্ত প্রজ্ঞাপনের ১৪ দিনের মধ্যে প্রাপ্ত বিভিন্ন পক্ষের মতামত বিবেচনায় নিয়ে আজ চূড়ান্ত সুপারিশ প্রণয়ন করা হয়, যা প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

চূড়ান্ত মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি থেকে ইপিজেডে কর্মরত প্রায় ৫ লাখ শ্রমিক নতুন কাঠামোতে মজুরি পাবেন। বর্তমানে ইপিজেডে কর্মরত একজন শ্রমিকের নিম্নতম মোট মজুরি (খাদ্য ও পরিবহণ ভাতা বাদে) ৮ হাজার ২০০ টাকা, যা ২০১৮ সালে নির্ধারণ করা হয়েছিল। নতুন কাঠামোতে ইপিজেডের শ্রমিকদের নিম্নতম মজুরি ৫৬.২৫ শতাংশ বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে আটটি ইপিজেড এবং চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৪৫০টি শিল্প ইউনিট চালু আছে। ৩৭টি দেশের বিনিয়োগকারী গত নভেম্বর পর্যন্ত ইপিজেডগুলোতে ৬.৬ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছেন। ইপিজেডগুলো থেকে এ পর্যন্ত প্রায় ১০৭ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পণ্য রপ্তানি হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ