আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার তিনটি এসইউ-৩৪ বোমারু বিমান ভূপাতিত করার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং সামরিক কর্মকর্তারা। এ ঘটনাকে ২২ মাস ধরে চলা যুদ্ধের অন্যতম সাফল্য বলে দাবি করেছেন তারা।
রয়টার্সের খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার দক্ষিণাঞ্চলীয় যুদ্ধক্ষেত্রে একদিনেই মস্কোর তিনটি বোমারু বিমান ধ্বংসের দাবি করেছে কিয়েভ। ইউক্রেনীয় বিমান বাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশচুক টেলিগ্রামে বলেছেন, ‘আজ (শুক্রবার) দুপুরে দক্ষিণ সেক্টরে- তিনটি রাশিয়ান এসইউ-৩৪ ফাইটার বিমান ধ্বংস!’
তবে স্বাধীনভাবে এ বিষয়ে সত্যতা নিশ্চিত করতে পারেনি রয়টার্স। এদিকে এ ঘটনায় এখনও কোনো মন্তব্য করেনি রুশ সামরিক বাহিনী। তবে ক্ষতি স্বীকার করেছেন রাশিয়ান সামরিক ব্লগাররা।
বিশ্লেষকরা ধারণা করছেন, যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ যুদ্ধবিমানগুলো ধ্বংস করা হয়েছে।
জাতীয় টেলিভিশনে এই ঘটনাকে একটি ‘অসাধারণভাবে পরিকল্পিত অপারেশন’ বলে বর্ণনা করেছেন বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি শুক্রবার রাতে এক ভিডিও ভাষণে খেরসন অঞ্চলে বিমানগুলোকে ভূপাতিত করার জন্য ওডেসা অঞ্চলের বিমান বিধ্বংসী ইউনিটের প্রশংসা করেছেন।
যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আকাশে ১৬০ কিলোমিটার উচ্চতার মধ্যে যে কোনো লক্ষ্যে আঘাত হানতে পারে।