আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় একটি প্রদেশে নিকেল প্রক্রিয়াকরণ কারখানায় ফার্নেস বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন।
মধ্য সুলাওয়েসি প্রদেশের মোরোওয়ালি ইন্ডাস্ট্রিয়াল পার্কের পিটি ইন্দোনেশিয়া তিংশান স্টেইনলেস স্টিলের মালিকানাধীন একটি কারখানায় রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে বলে ইন্ডাস্ট্রিয়াল পার্কটির একজন মুখপাত্র জানিয়েছেন।
আল অ্যারাবিয়া নিউজের খবরে বলা হয়েছে, মোরোওয়ালি ইন্ডাস্ট্রিয়াল পার্কের মুখপাত্র ডেডি কুর্নিয়াওয়ান এক বিবৃতিতে বলেছেন, দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। ৩৯ জন আহত হয়েছেন, তাদের মধ্যে কয়েজনের অবস্থা গুরুতর। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন বিদেশি শ্রমিক রয়েছেন। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
প্রাথমিক তদন্তে জানা গেছে, কারখানার নিকেল প্রক্রিয়াকরণ চুল্লিটি মেরামতের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ফলে কাছাকাছি অক্সিজেন ট্যাঙ্কগুলোও বিস্ফোরিত হয়।
ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিচালনাকারী সংস্থাটি হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে, নিরাপত্তা শর্ত ও বেতন নিয়ে বিক্ষোভ ও দাঙ্গায় একই ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি নিকেল গলানোর কারখানায় একজন চীনা নাগরিকসহ দুই শ্রমিক নিহত হয়েছিলেন।