1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:২৩ অপরাহ্ন

ভয়ঙ্কর চারটি রাত কাটিয়েছেন বলিউড অভিনেত্রী হিনা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৪০ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউড অভিনেত্রী হিনা খানকে। প্রচন্ড জ্বর নিয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন এই অভিনেত্রী। দ্য ফ্রি প্রেস জার্নাল এ খবর প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) হিনা খান তার ইনস্টাগ্রাম একাধিক স্টোরি পোস্ট করেছেন। এক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রচন্ড জ্বর নিয়ে ভয়ংকর চার রাত কাটালাম। শরীরে ক্রমাগত ১০২-১০৩ ডিগ্রি তাপমাত্রা ছিল। শরীরে এখন আর কোনো শক্তি নেই।’

ভক্তদের উদ্দেশ্যে হিনা খান বলেন, ‘যারা আমার জন্য চিন্তিত তাদের বলছি, ইনশাআল্লাহ শিগগির আমি ফিরে আসব।’

‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলাতা হ্যায়’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন হিনা খান। বলিউডের পাশাপাশি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি। হিনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাইনস’। এটি ২০২১ সালে মুক্তি পায়। তার পরবর্তী সিনেমা ‘কান্ট্রি অব ব্লাইন্ড’। আগামী বছর মুক্তি পাবে এটি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ