1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৫৬ পূর্বাহ্ন

ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ

  • আপডেট সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৯৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ‘ব্যাংক হলিডে’ আজ। রোববার (৩১ ডিসেম্বর) ব্যাংকে সব ধরনের লেনদেন কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া, পুঁজিবাজারেও লেনদেন বন্ধ রয়েছে আজ। তবে স্টক এক্সচেঞ্জ ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দাপ্তরিক কার্যক্রম চলবে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) এবং বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ব্যাংক হলিডিতে ব্যাংক খোলা রাখা হয় সারা বছরের হিসাব মেলানোর জন্য। এদিন কোনো ধরনের লেনদেন হয় না। তবে গ্রাহকরা কার্ড দিয়ে সীমার মধ্যে টাকা উত্তোলন করতে পারেন।

আগামীকাল সোমবার (১ জানুয়ারি) থেকে আগের নিয়মে ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন চালু হবে।

উল্লেখ্য, কেন্দ্রীয় ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী, বছরে দুই দিন ব্যাংকে লেনদেন বন্ধ থাকে। ৩১ ডিসেম্বর ও ১ জুলাই ব্যাংক হলিডে। এদিনগুলোতে ব্যাংকের বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে অর্ধবার্ষিক ও বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে ব্যাংকগুলো।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ