1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
হেডলাইন :
চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বৃক্ষরোপণ  বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল উদ্বোধন মোজো এখন বাংলাদেশের ‘১ নম্বর’ বেভারেজ ব্র্যান্ড ১ টাকা কমলো ডিজেল-কেরোসিনের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার আল্টিমেটাম থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ ল্যাবরেটরির মাধ্যমে নিরাপদ খাদ্যের কার্যক্রম সম্প্রসারিত হবে: খাদ্য উপদেষ্টা

সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে পিকআপের ধাক্কা, নিহত ৩

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৬০ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ : সুনামগঞ্জের ছাতক উপজেলায় মাছের পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে ৩ জন মারা গেছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় সুনামগঞ্জের ছাতক উপজেলার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের বড়কাপন এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার সাকিতপুর গ্রামের নুরুল হক (৪৫), শান্তিগঞ্জ উপজেলার উকারগাঁও গ্রামের আব্দুল করিম (৫৭) ও জামালগঞ্জ উপজেলার আসাব উদ্দিন।

আহত দুজনের মধ্যে চালকের নাম মো. জাহাঙ্গীর (৩০) ও তার সহকারী মো. শাহিনুর মিয়া (১৮)। তারা দুজনের বাড়িই শান্তিগঞ্জ উপজেলার জিবদারা গ্রামে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা থেকে পিকআপে করে সিলেট এর অমাকাজি মাছের বাজারের উদ্দেশ্যে মাছ নিয়ে রওনা হয়। এ সময় ছাতক উপজেলার বরকাপন এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থালেই দুজন মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় পিকআপের চালক ও এক ব্যবসায়ীকে কৈতক হাসপাতালে নিলে আরও এক ব্যবসায়ীর মৃত্যু হয়।

খবর পেয়ে জয়কলস হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহতদের উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম। তিনি বলেন, বড়কাপন এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি গাছে ধাক্কা লেগে ঘটনাস্থাকেই ২ জন মারা যায়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা গেছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ