আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে যেসব ফিলিস্তিনি শ্রমিক কাজ করতো ৭ অক্টোবরের পর তাদেরকে কয়েক সপ্তাহ ধরে বিনা অভিযোগে আটকে রাখা হয়েছিল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এ তথ্য জানিয়েছে।
সংস্থটি জানিয়েছে, এসব শ্রমিকদের মধ্যে কাউকে উলঙ্গ করে ছবি তোলা হয়, ডায়াপার পরানো হয়, কুকুর দিয়ে আক্রমণ করা হয়, চেহারা নুড়ি পাথরের ওপর টেনে নিয়ে যাওয়া হয় এবং কয়েকদিন হাত বেঁধে রাখা হয়।
হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, ‘মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি কর্মীরা গণমাধ্যমের কাছে সাক্ষাৎকার দিয়েছেন। তারা আটক থাকার সময় অবমাননাকর অবস্থার বর্ণনা দিয়েছেন, যার মধ্যে বৈদ্যুতিক শক দেওয়া, প্রস্রাব করা, কুকুর দিয়ে আক্রমণ করা, সেইসাথে খাবার বা পানি ছাড়াই রাখার কথা ছিল।’