স্পোর্টস ডেস্ক : ‘ওয়ালটন-বিপিজেএ বিজয় দিবস ক্রীড়া উৎসব-২০২৩’ এর পুরস্কার বিতরণ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
একক ও দ্বৈত ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের ওয়ালটনের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে পুরস্কৃত করা হয়। দলগত ইভেন্টের বিজয়ীদের ট্রফি ও মেডেল দেওয়া হয়।
বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় অ্যাসোসিয়েশনের সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক কাজী বোরহান উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম খোকন সিকদার ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
দাবা ইভেন্ট দিয়ে গেল ১২ ডিসেম্বর শুরু হয় এই ক্রীড়া উৎসব। মোট আটটি ইভেন্টে ২১দিন ব্যাপী এই প্রতিযোগিতা চলে। যেখানে বিপিজেএ’র ১১২ জন পুরুষ ও নারী সদস্য অংশ নেন। ইভেন্টগুলো হলো- ক্যারম একক ও দ্বৈত, দাবা, শ্যুটিং, ফুটবল, ১০০ মিটার স্প্রিন্ট, সিনিয়র সদস্যদের মিনি ম্যারাথন ও নারী সদস্যের লুডু।
এই আয়োজনের ইভেন্ট পার্টনার ছিল জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার ছিল রাইজিংবিডি ডটকম।