1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন

গাইবান্ধায় আগুন পোহাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

  • আপডেট সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৯১ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জে শীত নিবারণের জন্য আগুন পোহাতে গিয়ে দগ্ধ জবা রানী (৭৫) নামে এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (১২ জানুয়ারি) রাত ১০টার দিকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া জবা রানী (৭৫) উপজেলা সদরের কর্ণিপাড়া গ্রামের মৃত বিপিন চন্দ্র সরকারের স্ত্রী।

ওসি মাহবুব আলম জানান, ঠান্ডা থেকে রেহাই পেতে গত বৃহস্পতিবার রাতে জবা রানী খড় জ্বালিয়ে বাড়ির উঠানে আগুন পোহাচ্ছিলেন। অসাবধানতাবশত তার কাপড়ে আগুন লেগে যায়। আশেপাশে কেউ না থাকায় তার সারা শরীর দগ্ধ হয়।

চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ