1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৪:১১ অপরাহ্ন

ইউক্রেনের রাতভর তাণ্ডব চালিয়েছে রাশিয়া

  • আপডেট সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৯৯ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের আকাশে রাতভর তাণ্ডব চালিয়েছে রাশিয়া। শুক্রবার রাতে ৪০ বার হামলা চালানো হয়েছে বলে শনিবার ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন।

ইউক্রেনীয় প্রতিরক্ষা দপ্তর বলেছে, ‘শত্রুর মোট ৪০টি বিমান হামলা রেকর্ড করা হয়েছে।’ বিমান বাহিনী আটটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া ক্রুজ, ব্যালিস্টিক এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোনসহ ব্যাপক অস্ত্র দিয়ে আক্রমণ করেছে।

বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইগনাট বলেছে, ‘ইলেক্ট্রনিক যুদ্ধের মাধ্যমে সক্রিয় পদক্ষেপের কারণে’ ২০টিরও বেশি ডিভাইস তাদের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

তিনি বলেছেন, ‘হয় তারা মাঠে পড়েছিল, তারা বাতাসে বিস্ফোরিত হয়েছিল, অথবা তারা আমাদের প্রতিরক্ষা বাহিনীর রেডিও-ইলেক্ট্রনিক যুদ্ধের মাধ্যমে ধ্বংস হয়েছে।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ