স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে ছক্কা হাঁকানো অধিকাংশ বলই গ্যালারিতে গিয়ে আছড়ে পড়ে। সেগুলো দর্শকরা অতি আগ্রহ নিয়ে ধরেন। কিংবা কুড়িয়ে ফেরত পাঠান।
কিন্তু রোববার পাকিস্তান-নিউ জিল্যান্ডের মধ্যকার ম্যাচে ঘটলো ব্যতিক্রম ঘটনা। ফখর জামানের হাঁকানো ছক্কার বল কুড়িয়ে দর্শক আর ফেতর দেননি। উল্টো তিনি বল নিয়ে দৌড়ে পালিয়ে গেছেন।
ঘটনাটি ষষ্ঠ ওভারের। বল করছিলেন বেস সিয়ার্স। স্ট্রাইকে ছিলেন জামান। ওভারের শেষ বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে বিশাল ছক্কা হাঁকান। বলটি হ্যামিল্টনের সেডন পার্ক স্টেডিয়াম পেরিয়ে গিয়ে স্টেডিয়াম এলাকার রাস্তায় পড়ে। সেটি কুড়িয়ে ফেরত না দিয়ে দৌড়ে পালিয়ে যান দর্শক। এরপর আরেকটি বল এনে খেলা শুরু হয়।
এমন ঘটনায় ধারাভাষ্যকাররা অট্টহাসিতে ফেঁটে পড়েন। উপস্থিত দর্শকরাও বেশ মজা পান।
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিউ জিল্যান্ডের কাছে ২১ রানে হার মানে পাকিস্তান। তাতে সিরিজে পিছিয়ে যায় ২-০ ব্যবধানে। ফখর জামান ৩টি চার ও ৫ ছক্কায় ২৫ বলে ৫০ করে আউট হন। বাবর আজম ৭টি চার ও ২ ছক্কায় করেন সর্বোচ্চ ৬৬ রান।