জেলা প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুর্ উপজেলায় চোরাচালান নিয়ে দ্বন্দ্বে দুই জনকে গুলি করে হত্যা করা হয়েছে। গুলিবিদ্ধ শামীম হোসেন (৩২) ঘটনাস্থলে মারা যায়। আর মন্টু মিয়ার জীবননগর হাসপাতালে মৃত্যু হয়। বুধবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় মহেশপুর থানার পুলিশ নিহতের তথ্য নিশ্চিত করেন।
নিহত শামীম হোসেন উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের শামসুল হকের এবং মন্টু মিয়া একই গ্রামের নয়ন মন্ডলের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত মধু মন্ডলের ছেলে তরিকুল ইসলাম পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানায়, চোরাচালানের লেনদেন কেন্দ্র করে দুই মাস আগে শামীম ও তরিকুলের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় মামলা হয়। সেই মামলায় কারাগারে যান তরিকুল ইসলাম। গত সোমবার (১৫ জানুয়ারি) তরিকুল জামিনে বের হয়ে আসেন। ওই ঘটনার জেরে বিকেলে শামীম দলবল নিয়ে তরিকুলের বাড়িতে হামলা চালান। এ সময় তরিকুল অবৈধ পিস্তল দিয়ে গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে শামীম ঘটনাস্থলে মারা যায়। গুলিবিদ্ধ মন্টুকে উদ্ধার করে পাশের জীবননগর হাসপাতালে নিলে গেলে সেখানে তার মৃত্যু হয়।
মহেশপুর থানার ওসি মাহাবুবুর রহমান জানান, অভিযুক্ত ও নিহতরা সবাই চোরাচালানে যুক্ত। তাদের বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।