1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

আফগানিস্তানে ভারতীয় বিমান বিধ্বস্ত

  • আপডেট সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৯৮ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের বাদাখশান প্রদেশে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বাদাখশান প্রদেশের তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রধান জাবিহুল্লাহ আমিরির বরাত দিয়ে স্থানীয় টিভি চ্যানেল টলোনিউজ রোববার (২১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।

ওই কর্মকর্তা জানান, তারা রোববার সকালে কুরান-ওয়া-মুঞ্জান জেলার তোপখানা এলাকায় বিমান বিধ্বস্তের তথ্য পেয়েছেন। উদ্ধারকারী একটি দলকে সেখানে পাঠানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে প্রথমে বলা বলা হয়, বিমানটি ভারতীয় ছিল। তবে ভারতের বেসরকারি বিমান চলাচল সংস্থার মহাপরিচালক (ডিজিসিএ) এক বিবৃতিতে জানিয়েছেন, দুর্ঘটনায় কবলিত হওয়া বিমানটি কোনো ভারতীয় এয়ারলাইন্সের নয়। আফগানিস্তানে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি মরক্কোর নিবন্ধিত একটি ছোট যাত্রীবাহী বিমান।

রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়ান বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আফগানিস্তানে বিধ্বস্ত হওয়া বিমানটি তাদের নিবন্ধিত একটি চার্টার্ড অ্যাম্বুলেন্স বিমান। শনিবার রাতে ৬ জন যাত্রী নিয়ে ভারত থেকে উজবেকিস্তান হয়ে মস্কো আসার পথে রাডার থেকে বিমানটি বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর আর এটির সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ