মেডিকেল প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গা প্রেস এলাকায় পুলিশ বহনকারী ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহতের নাম মো. রোমান (৩০)। এ ঘটনায় মোসা. মরিয়ম (২১) নামে আরেকজন আহত হয়েছেন। তারা দুজনেই একটি কার্টুন প্যাকেজিং কারখানায় শ্রমিক হিসাবে কাজ করতেন।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
হাসপাতালে আহত মরিয়ম জানান, রাতে কাজ শেষে দুজন একসঙ্গে বাসায় ফিরছিলেন। যাত্রাবাড়ী ভাঙ্গা প্রেস এলাকা দিয়ে রাস্তা হওয়ার সময় পুলিশের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়। পরে সেখানে উপস্থিত দুই যুবক তাদের উদ্ধার করেন। পরে লোকজনের সহযোগিতায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ৪০ মিনিটে রোমানকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, যাত্রাবাড়ী ভাঙ্গা প্রেস এলাকা থেকে সড়ক দুর্ঘটনা আহত অবস্থায় দুই ভাই-বোনকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় রোমান নামে এক যুবক রাতে মারা যান। তার বোনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা অবগত আছে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান (মিজান) বলেন, যাত্রবাড়ী আউটগোয়িং পথ দিয়ে পুলিশ বহনকারী ট্রাক যাওয়ার সময় তারা দুই জন হঠাৎ করে সামনে পড়ে গেলে গাড়িটি ব্রেক করতে করতে ধাক্কা লেগে যায়। সে সময় তারা অসাবধানভাবে রাস্তা পার হচ্ছিলেন, এতে তারা আহত হন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোমানের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।