1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন
হেডলাইন :
চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বৃক্ষরোপণ  বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল উদ্বোধন মোজো এখন বাংলাদেশের ‘১ নম্বর’ বেভারেজ ব্র্যান্ড ১ টাকা কমলো ডিজেল-কেরোসিনের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার আল্টিমেটাম থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ ল্যাবরেটরির মাধ্যমে নিরাপদ খাদ্যের কার্যক্রম সম্প্রসারিত হবে: খাদ্য উপদেষ্টা

কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটক

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৯১ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, পটুয়াখালী : রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে দীর্ঘদিন পর্যটকশূন্য ছিলো কুয়াকাটা সমুদ্র সৈকত। দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকত এখন পর্যটকদের পদচারণায় মুখরিত। শুক্রবার (২৬ জানুয়ারি) বছরের সবচেয়ে বেশি পর্যটকের আগমন ঘটেছে কুয়াকাটায়। আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে নোনা জলে গা ভাসিয়ে আনন্দে মেতেছেন। অনেকে বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। কেউবা আবার ঘুরছেন ঘোড়ায় কিংবা ওয়াটার বাইকে।

এদিকে বুকিং রয়েছে অধিকাংশ হোটেল মোটেলের কক্ষ। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। এতে অনেকটা উচ্ছ্বসিত ব্যবসায়ীরা। আগতদের সার্বিক নিরাপত্তায় মাঠে ট্যুরিস্ট পুলিশের তৎপরতা লক্ষ করা গেছে।

লক্ষীপুর থেকে আসা পর্যটক ইয়াসিন জুলিয়া দম্পতি জানান, প্রথমবারের মতো কুয়াকাটায় এসেছেন। বেশ ভালোই লাগছে তাদের। বললেন, এখানে অনেক মানুষ। একসঙ্গে এত মানুষ এর আগে দেখিনি। এখন বেঞ্চিতে বসে সমুদ্রের তীরে আছড়ে পড়া ছোট ছোট ঢেউ উপভোগ করছি। এ গর্জন আসলেই ভোলার মতো নয়।

ঢাকা থেকে আসা পর্যটক রহমান মিয়া বলেন, পরিবারের সদস্যদের নিয়ে এখানে বেড়াতে এসেছি। বাচ্চারা সমুদ্রের ঢেউয়ের সঙ্গে উন্মাদনায় মেতেছে। এখানের পরিবেশ সব কিছুই বেশ ভালো লেগেছে।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ কুয়াকাটা এর সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, এবছরের সবচেয়ে বেশি পর্যটকের আগমন ঘটেছে কুয়াকাটায়। দীর্ঘদিন পর এতো বেশি পর্যটক দেখে আমরা ব্যবসায়ীরা অনেকটা উচ্ছ্বসিত। এভাবে প্রতিনিয়ত সৈকতে পর্যটক থাকলে আমরা পেছনের লোকসান কাটিয়ে উঠতে পারবো।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক হাসানাইন পারভেজ বলেন, আজ পর্যটকের চাপ একটু বেশি। পর্যটকের নিরাপত্তায় বিভিন্ন পর্যটন স্পটে আমাদের ট্যুরিস্ট পুলিশের সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া মাঠে টহল টিম কাজ করছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ