স্পোর্টস ডেস্ক : ‘ওয়ালটন অনূর্ধ্ব-১৭ জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৪’ এ আজ রোববার দ্বিতীয় দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। তার মধ্যে দুটি ম্যাচে জয় পেয়েছে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা। অপর ম্যাচে জয় পেয়েছে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা।
শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সকালে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা ৫৮-৩৬ গোলে চাপাঁইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে হারায়। বিজয়ী দল প্রথমার্ধে ৩১-১৮ গোলে এগিয়ে ছিল। সকালের অপর ম্যাচে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা ৩০-২৩ গোলে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থাকে হারায়। বিজয়ী দল প্রথমার্ধে ১৬-১০ গোলে এগিয়ে ছিল। এরপর বিকেলে আবার মাঠে নামে ঢাকা। আবারও জয় পায় তারা। এবার তারা ৪৫-৩৩ গোলে চাপাঁইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। প্রথমার্ধে তারা ১৯-১৫ গোলে এগিয়ে ছিল। এই জয়ে পয়েন্ট টেবিলের উপরের দিকে অবস্থান নিয়েছে ঢাকা ও বান্দরবান জেলা। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দল ফাইনাল খেলবে।
আগামীকাল দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুরে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মুখোমুখি হবে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার। আর বিকেলে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা লড়বে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার বিপক্ষে।
পাঁচদিন ব্যাপী জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতার এবারের আসরে মোট ৬টি জেলার যুব দল অংশ নিয়েছে। দলগুলো হলো- ঢাকা জেলা ক্রীড়া সংস্থা, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা, চাপাঁইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা ও কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা।
ছয়টি দলকে নিয়ে লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হচ্ছে। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুটি দল সরাসরি ফাইনাল খেলবে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। এছাড়া পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।
এই প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল এবং অনলাইন পার্টনার হিসেবে আছে রাইজিংবিডি ডটকম।