1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
হেডলাইন :
চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বৃক্ষরোপণ  বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল উদ্বোধন মোজো এখন বাংলাদেশের ‘১ নম্বর’ বেভারেজ ব্র্যান্ড ১ টাকা কমলো ডিজেল-কেরোসিনের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার আল্টিমেটাম থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ ল্যাবরেটরির মাধ্যমে নিরাপদ খাদ্যের কার্যক্রম সম্প্রসারিত হবে: খাদ্য উপদেষ্টা

নোয়াখালীতে ঘুষের অভিযোগে দুই পুলিশকে স্ট্যান্ড রিলিজ

  • আপডেট সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৮৪ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় বাদী-বিবাদীকে আটক করে ১৫ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগ দুই পুলিশ কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক অবমুক্ত) করা হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) রাতে জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান তাদের স্ট্যান্ড রিলিজের আদেশ দেন।

বদলির আদেশ পাওয়া উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলামকে নোয়াখালীর হাতিয়া থানায় ও এসআই সাজ্জাদ হোসেনকে ভাসানচর থানায় বদলি করা হয়েছে। দ্রুত তাদের বর্তমান কর্মস্থল ত্যাগ করে সেখানে যোগ দিতে বলা হয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ঘুষ নেয়ার অভিযোগ উঠায় এসআই সাজ্জাদ হোসেন ও আশরাফুল ইসলামকে তাৎক্ষণিকভাবে বদলির আদেশ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে বিভাগীয় মামলা দিয়ে বিষয়টি তদন্ত করা হবে।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ সুশৃঙ্খল বাহিনী। এখানে বিশৃঙ্খলার সুযোগ নেই। পুলিশের ভাবমুর্তি নষ্ট হয় এমন কাজ বরদাস্ত করা হবে না।

কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের রুহুল আমিন সম্পত্তির বিরোধে তার প্রতিবেশী খোরশেদ আলমের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত উভয়পক্ষকে ওই জমির ওপর নিষেধাজ্ঞা দেন। এ বিষয়ে গত ১৭ জানুয়ারি কোম্পানীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফরিদ মিয়া সতর্কতার নোটিশ জারি করেন।

সোমবার (২২ জানুয়ারি) ওই সম্পত্তিতে কাজ করতে গেলে দুইপক্ষের মধ্যে মারামারির উপক্রম হয়। পরে ৯৯৯ নম্বরে ফোন করলে ঘটনাস্থল থেকে বিবাদী খোরশেদ আলমসহ উভয়পক্ষের চারজনকে আটক করেন এসআই আশরাফুল ইসলাম।

পরে থানা থেকে আটকদের ছেড়ে দেওয়ার কথা বলে খোরশেদ আলমের আত্মীয় নাইমুল হক ইভানের কাছ থেকে এসআই আশরাফুল পাঁচ হাজার এবং এসআই সাজ্জাদ ১০ হাজার টাকা ঘুষ নেন। কিন্তু টাকা নিয়েও আসামি ছেড়ে না দিয়ে আদালতে পাঠালে আপত্তি তোলেন খোরশেদ আলমের পরিবার।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে বিষয়টি জানাজানি হওয়ার পর ওই দুই পুলিশ কর্মকর্তা ভুক্তভোগীর আত্মীয় নাইমুল হক ইভানের বাড়িতে গিয়ে ঘুষ নেয়া টাকা ফেরত দেন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে ঘুষ নেয়ার লিখিত অভিযোগ করেন নাইমুল হক ইভান।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ