1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন
হেডলাইন :
চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বৃক্ষরোপণ  বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল উদ্বোধন মোজো এখন বাংলাদেশের ‘১ নম্বর’ বেভারেজ ব্র্যান্ড ১ টাকা কমলো ডিজেল-কেরোসিনের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার আল্টিমেটাম থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ ল্যাবরেটরির মাধ্যমে নিরাপদ খাদ্যের কার্যক্রম সম্প্রসারিত হবে: খাদ্য উপদেষ্টা

অনৈতিক প্রস্তাবের অভিযোগে যুবক গ্রেপ্তার

  • আপডেট সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৮ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর কবিরহাটে আপত্তিকর ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে এক নারীর কাছে দুই লাখা টাকা দাবি এবং অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে মোশারফ হোটেন টিটু (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে জেলা শহর মাইজদী সুপার মার্কেটের একটি চাইনিজ রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত টিটু কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লাতু সওদাগর বাড়ির মৃত মিয়াধনের ছেলে। তিনি পেশায় মোবাইল মেকানিক।

পুলিশ সূত্র জানায়, মোবাইলে সমস্য দেখা দিলে টিটুকে সেটি ঠিক করতে দেন অভিযোগকারী নারী। তার মোবাইলে একটি অশ্লীল ভিডিও ছিল। ওই নারী ভিডিওটি ডিলিটও করে দেন। কিন্তু ভিডিওটি মোবাইলের রিসাইকেল বিনে জমা হয়। সেটা অভিযোগকারী নারীর জানা ছিল না। টিটু মোবাইল ঠিক করার সময় রিসাইকেল বিনে ভিডিওটা দেখতে পান। পরে তিনি ভিডিওটি নিজের মোবাইলে নিয়ে নেন। গত ৮ জানুয়ারি রাতে টিটু ওই নারীর মোবাইলে ভিডিওটি পাঠিয়ে তাকে ভয় দেখাতে শুরু করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার ভয় দেখিয়ে ২ লাখ টাকা দাবী করেন। ভুক্তভোগী এতো টাকা দিতে পারবেন না বললে তারে সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব দেন। এরপর ওই নারী বিষয়টি তার স্বামীকে জানান। স্বামীর পরামর্শে ওই নারী জেলা পুলিশ সুপারের বরাবর লিখিত অভিযোগ দেন। পুলিশ সুপার বিষয়টি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে তদন্তের দায়িত্ব দেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বলেন, পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। সুধারাম মডেল থানায় মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ