আন্তর্জাতিক ডেস্ক : লোহিত সাগরে দুটি জাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুতিরা। মঙ্গলবার হুতিরা এ তথ্য জানিয়েছে।
গোষ্ঠীটি জানিয়েছে, হামলায় ইয়েমেনের হোদেইদাহ উপকূলে যাত্রা করা একটি পণ্যবাহী জাহাজের সামান্য ক্ষতি হয়েছে।
হুতিরা নভেম্বরের মাঝামাঝি থেকে লোহিত সাগরে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর হামলা চালাচ্ছে। গাজা যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের লড়াইয়ের প্রতি সংহতি প্রদর্শন হিসাবে বর্ণনা করেছে।
হুতির সামরিক মুখপাত্র জানিয়েছে, মর্নিং টাইড এবং স্টার নাসিয়া নামের দুটি জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই দুটি জাহাজ যথাক্রমে ব্রিটিশ এবং আমেরিকান হিসাবে বার্বাডোস ও মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী বলে চিহ্নিত করা হয়েছে।
ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে জানিয়েছে, বার্বাডোস পতাকাবাহী ব্রিটিশ কোম্পানির মালিকানাধীন কার্গো জাহাজ লোহিত সাগরের মধ্য দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে যাত্রা করার সময় ড্রোন হামলার শিকার হয়েছে।